SSC 2016 : অব্যবস্থার চূড়ান্ত, ৪ দিনেই অনশনে ইতি টানলেন চাকরিহারা শিক্ষকেরা

breakingnews কলকাতা রাজ্য শহর শিক্ষা

নিউজ পোল ব্যুরো:সুপ্রিম রায়ে বাতিল হয়ে গিয়েছে প্রায় ২৬ হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি। তারই পরিপ্রেক্ষিতে বুধবার রাত থেকে সল্টলেকের এসএসসি (SSC) ভবনের সামনে অবস্থানে বসেছিলেন চাকরিহারাদের একাংশ। অনশনের সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁরা। এরপর শুক্রবার বিকাশ ভবনে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর (Bratya Bose) সঙ্গে বৈঠকের পরও ৩ জন শিক্ষক সেই সিদ্ধান্তে অনড় ছিলেন। তবে ৪ দিন এই অনশন কর্মসূচি চালানোর পর পঞ্চম দিনে এসে এবার তা তুলে নিতে বাধ্য হলেন চাকরিহারা ৩ শিক্ষক।

আরও পড়ুনঃ Dilip Ghosh : শিক্ষার দুর্নীতি ধামাচাপা দিতে উগ্রপন্থীদের পথে নামিয়েছেন মমতা, বিস্ফোরক দিলীপ

সূত্রের খবর, চূড়ান্ত অব্যবস্থার কারণেই এই অনশন এবং অবস্থান স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য শুক্রবার বিকাশ ভবনে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে বৈঠকে বসেছিলেন চাকরিহারা শিক্ষকরা। এরপরেও অনশন কর্মসূচি থেকে পিছু হটেননি সুমন বিশ্বাস, পঙ্কজ রায় এবং প্রতাপ রানা নামের তিন শিক্ষক। তাঁদের দাবি ছিল, চাকরি ফেরত না পাওয়া পর্যন্ত এভাবেই অনশন চালিয়ে যাবেন তাঁরা। তবে রবিবার শেষপর্যন্ত অনশন তুলে নিলেন তাঁদের।

শুক্রবার শিক্ষামন্ত্রী সঙ্গে চাকরিহারা শিক্ষকদের বৈঠক এখনও পর্যন্ত ইতিবাচকই মনে করা হচ্ছে। এই পরিস্থিতিতে শনিবার সকাল থেকে কলকাতা ময়দানে গান্ধী মূর্তির পাদদেশে অবস্থানে বসেছেন ২০১৬ সালের এসএসসি নিয়োগ দুর্নীতি (SSC Recruitment Scam) মামলায় চাকরিহারা শিক্ষক এবং শিক্ষিকারা। তবে উক্ত ৩ শিক্ষক সল্টলেকের এসএসসি ভবনের (SSC Bhawan) সামনে অনশন এবং বিক্ষোভ চালিয়ে যান।

নিউজ পোল বাংলা ইউটিউব চ্যানেলের লিংক: https://youtube.com/@newspolebangla?si=Ygy6shQubNhWstbr

তবে এদিন তাঁদের তরফ থেকে জানিয়ে দেওয়া হল, চূড়ান্ত অব্যবস্থার কারণে অনশন তুলে নিতে বাধ্য হচ্ছেন তাঁরা। একটি বিবৃতিতে তাঁরা বলেন, “আমরা সিবিআইয়ের (CBI) কাছে ডেপুটেশন জমা দেব। সিবিআই জানিয়েছে তারা আমাদের যোগ্য তালিকা দেবে। আমাদের যা সাপোর্টিং ডকুমেন্টস রয়েছে তা নিয়ে এবং অন্তত হাজার গণ স্বাক্ষর নিয়ে আমরা আগামী ১৫ তারিখ আমরা সিবিআই দফতরে যাচ্ছি।”