নিউজ পোল ব্যুরো: রাজ্যজুড়ে অশান্তির আঁচ। অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হয়েছে মালদা এবং মুর্শিদাবাদে। শনিবার হনুমান জয়ন্তীতে ধরা পড়েছিল সেই ছবিটা। রবিবার সেই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং শাসক শিবিরের বিরুদ্ধে ফের তোপ দাগলেন প্রাক্তন সাংসদ তথা বঙ্গ বিজেপির (BJP Bengal) প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তাঁর দাবি, পাপ চাপা দেওয়ার জন্যই উগ্রপন্থীদের রাস্তায় নামিয়েছেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুনঃ Dilip Ghosh: ক্ষমতায় থেকেও নীরব কেন? মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন দিলীপের
নিত্যদিনের মত এদিন সকালেও নিউটাউনের ইকোপার্কে প্রাতঃভ্রমণে আসেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। এই সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে আদালতের নির্দেশে মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন প্রসঙ্গে বলেন, “রাম নবমীতে ডিস্টার্ব করার জন্য বহু জায়গায় রাজ্য সরকার সমাজ বিরোধীদের নামিয়েছে। ভয় দেখানোর চেষ্টা করেছিল কিন্তু উল্টো হল। হিন্দু সমাজ হাতিয়ার নিয়ে রাস্তায় নেমেছে তার প্রতিকার করার জন্য।” এরপরই যোগ করেছেন, এখন শিক্ষা বিভাগে যে দুর্নীতি হয়েছে সেই পাপকে চাপা দেওয়ার জন্য উগ্রপন্থীদেরকে রাস্তায় নামিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ৬০০ কোটি টাকার সম্পত্তি নষ্ট হয়েছে মুর্শিদাবাদে। পুলিশ সরে গিয়েছে। রাজ্য সরকার চুপ করে গিয়েছে। বিএসএফ দুদিন ধরে নিয়ন্ত্রণ করছে। চারদিকে আগুন জ্বলছে মালদা মুর্শিদাবাদে। কোর্টে যেতে হয়েছে আধাসেনার জন্য।”
এতেই শেষ নয়। পুলিশি ব্যর্থতা নিয়ে সরব হয়ে দিলীপ ঘোষ (Dilip Ghosh) জানান, “পুলিশের ব্যর্থতার কারণেই কেন্দ্রীয় বাহিনী নামাতে হচ্ছে। প্রথম দিন নামানো উচিত ছিল। জেলা চলে গিয়েছে উগ্রপন্থীদের হাতে। ভয়ংকর পরিবেশ। গোটা দেশে ওয়াকফ আইন লাগু হয়েছে। কোথাও সমস্যা নেই। সুযোগ পেলেই মমতা বন্দ্যোপাধ্যায় ঝামেলা করেন।” পাশাপাশি ডিজি’র বক্তব্য নিয়ে তাঁর বক্তব্য, “ডিজি গল্প শোনাবার চেষ্টা করছেন। লজ্জা করে না। তাবেদারি করবেন কারণ জেল থেকে বাঁচিয়েছে মমতা ব্যানার্জি। বাড়িতে ঢুকে হিন্দুদের খুন করা হচ্ছে। উগ্রপন্থীরা দাপিয়ে বেড়াচ্ছে। পুলিশকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ইলেকশন যত এগিয়ে আসবে তত বাড়বে এটা। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় জঙ্গিদের ভোট পেয়ে জিততে চান।”

মুর্শিদাবাদ এবং মালদা যখন জ্বলছে। ঠিক সেই সময় শান্তির বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, “সিএএ (CAA) হলে তিন দিন ধরে আগুন জ্বলল এই রাজ্যে। নবান্ন অভিযান করলে বলেছিল কপালে গুলি করতে হবে। তাহলে মুর্শিদাবাদের উগ্রপন্থীদের পিছনে গুলি মারেন। পশ্চিমবাংলাদেশ হয়ে গিয়েছে মুর্শিদাবাদ।” এর পাশাপাশি এদিন চাকরিহারাদের আন্দোলন নিয়েও মুখ খুলেছেন বিজেপি নেতা। তাঁর কথায়, “৫ বছর ধরে বিভিন্ন স্তরের শিক্ষকরা কলকাতা জুড়ে প্রতিবাদ করছেন। ১৮ হাজার শিক্ষকের ভবিষ্যৎ অন্ধকার করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়কে এর জবাব দিতে হবে। আমরা চাকরি প্রার্থীদের পাশে আছি।”
নিউজ পোল বাংলা ইউটিউব চ্যানেলের লিংক: https://youtube.com/@newspolebangla?si=Ygy6shQubNhWstbr
চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের নিজেদের মধ্যেই বিভেদ দেখা যাচ্ছে। এ নিয়ে প্রশ্ন করা হলে বামেদের নিশানায় রাখেন দিলীপ (Dilip Ghosh)। বলেন, “সিপিএমের লোকেরা মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঁচানোর জন্য ঢাল হয়ে দাঁড়িয়ে যায়। সামনে দাঁড়িয়ে আর জি কর আন্দোলনকে মাঝপথে শেষ করে দিল। সিপিএম অপেক্ষা করছে শাকচুন্নির মত। কবে ছেলে মরবে আর খাবে। শিক্ষকদের আন্দোলন কে ডাইভার্ট করার চেষ্টা করছে মুখ্যমন্ত্রী কে সেভ গার্ড করার জন্য। আমরা চাকরি হারাদের পাশে আছি।” আরও বলেন, “আমরা আমাদের মত এর বিরুদ্ধে আন্দোলন করছি। অন্যায়ের প্রতিবাদ করছি। দুর্নীতির প্রতিবাদ করছি। কিন্তু শিক্ষকদের লড়াই জীবনে বাঁচার লড়াই তাদেরকে পথে থাকতে হবে।”