Fire Incident: কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত ৮

দেশ

নিউজ পোল ব্যুরো : আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ (Fire Incident)। রবিবার, অন্ধ্র প্রদেশের (Andhra Pradesh) আনাকাপাল্লি জেলার কোটাভুরাটলা কৈলাসপাটনম এলাকায় এক আতশবাজি তৈরির কারখানায় মর্মান্তিক বিস্ফোরণের (blast) ঘটনাটি ঘটেছে। এখনও পর্যন্ত এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৮ জন শ্রমিক (workers killed)। সূত্রের খবর, আহত হয়েছেন আরও অন্তত সাতজন, যাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ সূত্রে খবর, আতশবাজির কারখানাটিতে কীভাবে এই বিস্ফোরণ ঘটেছে তা এখনও স্পষ্ট নয়, তবে প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। বিস্ফোরণের ফলে কারখানার একটি বড় অংশ ভেঙে পড়ে যায় এবং চারিদিকে আগুন ছড়িয়ে পড়ে (factory fire), যার জেরে বহু শ্রমিক আটকে পড়েন ভিতরে। অন্ধ্র প্রদেশের পুলিশ মন্ত্রী ভি অনীতা (V Anitha) সংবাদমাধ্যমকে জানিয়েছেন, নিহত আটজনের মধ্যে দুজন মহিলা শ্রমিকও রয়েছেন (women among victims)। আহতদের কাছের হাসপাতালে (hospitalized) ভর্তি করা হয়েছে এবং তাঁদের চিকিৎসা চলছে। ঘটনার ভয়াবহতা এতটাই ছিল যে বিস্ফোরণের শব্দ বহু দূর পর্যন্ত শোনা গিয়েছিল বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

এই ভয়ানক দুর্ঘটনার পর গভীর শোক প্রকাশ করেছেন অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু (CM Chandrababu Naidu)। তিনি টেলিফোনে কথা বলেন জেলার জেলাশাসক, পুলিশ সুপার এবং রাজ্যের পুলিশ মন্ত্রীর সঙ্গে। মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন যাতে আহতদের চিকিৎসায় কোনও রকম গাফিলতি না থাকে এবং দ্রুত সাহায্য পৌঁছে দেওয়া হয়। এছাড়াও, মৃতদের পরিবারকে পর্যাপ্ত সরকারি সহায়তা (government compensation) দেওয়ার আশ্বাসও দেন তিনি। একইসঙ্গে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী, যাতে ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা রোখা সম্ভব হয়।

আরও পড়ুন:Sukanta Majumder : “হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ না থাকলে ভারতে ধর্মনিরপেক্ষতাও থাকবে না!”

চলতি মাসের শুরুতেই গুজরাটের বনসকাঁথা (Banaskantha, Gujarat) জেলায় একটি আতশবাজি তৈরির কারখানায় একই ধরনের মর্মান্তিক বিস্ফোরণ ঘটেছিল (firecracker factory blast)। সেখানেও বিস্ফোরণের ফলে আগুন ধরে যায় এবং কারখানার একাংশ ভেঙে পড়ে যায়। সেই দুর্ঘটনায় প্রাণ হারান ৭ জন শ্রমিক। এই ধরনের একের পর এক দুর্ঘটনা আবারও প্রশ্ন তুলে দিয়েছে আতশবাজি তৈরির কারখানাগুলির নিরাপত্তা ব্যবস্থা (industrial safety standards) নিয়ে। বিশেষ করে উৎসবের মরসুমের আগে এমন দুর্ঘটনা প্রশাসন এবং সাধারণ মানুষের চিন্তা আরও বাড়িয়ে তুলেছে।

অনেকেই মনে করছেন, নিয়ম মেনে সুরক্ষা ব্যবস্থা না থাকলে এবং পর্যাপ্ত প্রশিক্ষণ ছাড়াই শ্রমিকদের এমন দাহ্য পদার্থের সঙ্গে কাজ করানো হলে এই ধরনের ভয়াবহ দুর্ঘটনা (Fire Incident) ঘটতেই পারে। তাই শুধু তদন্ত নয়, আগামী দিনে কেন্দ্র এবং রাজ্য সরকারের উচিত এই শিল্পক্ষেত্রে কড়া নিরাপত্তা বিধি প্রয়োগ করা।

নিউজ পোল বাংলা ইউটিউব চ্যানেলের লিংক: https://youtube.com/@newspolebangla?si=Ygy6shQubNhWstbr