নিউজ পোল ব্যুরো : চাকরিহীন এসএসসি (SSC 2016) শিক্ষকদের পাঁচদিনের টানা অনশনের (hunger strike) অবসান ঘটল রবিবার। ডাবের জল খেয়ে আন্দোলন ভাঙলেন পঙ্কজ রায়, সুমন বিশ্বাস ও প্রতাপ কুমার সাহা। অনশন ভাঙলেও আন্দোলন থেমে থাকছে না আপাতত স্থগিত রেখে এগিয়ে চলবে আরও বড় আন্দোলনের দিকে ।
সূত্রের খবর, এই আন্দোলনের সূচনা হয় পঙ্কজ রায়ের একক অবস্থান বিক্ষোভ দিয়ে, যিনি কলকাতার এসএসসি ভবনের (SSC office) পাশেই নিজের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটান অনশন শুরু করে। ধীরে ধীরে তাঁর সঙ্গে একাত্মতা প্রকাশ করেন আরও দুই চাকরিচ্যুত কর্মী সুমন বিশ্বাস এবং প্রতাপ কুমার সাহা। সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারানো প্রায় ২৬ হাজার শিক্ষক ও অশিক্ষক কর্মীর পক্ষ থেকেই এই প্রতিবাদ শুরু হয়েছিল। আন্দোলনরতদের দাবি অনুযায়ী, এখনও তাদের তিনটি মূল দাবির কোনও সুরাহা হয়নি। অনশন প্রত্যাহারের সময় প্রতাপ রায় বলেন, “আমরা এই অনশন শুরু করেছিলাম তিনটি গুরুত্বপূর্ণ দাবি নিয়ে কিন্তু আজও সেই দাবিগুলি পূরণ হয়নি। এখানে আমাদের মাথার উপর একটি ত্রিপল পর্যন্ত নেই। প্রশাসন কোনও সহযোগিতা করছে না, বরং বিভিন্ন রাজনৈতিক দলের বাইক বাহিনী এসে আমাদের হুমকি দিচ্ছে। আমরা বাধ্য হয়েই আপাতত এই কর্মসূচি স্থগিত রাখছি, তবে থেমে যাচ্ছি না—এবার বৃহত্তর আন্দোলনের পথে হাঁটব।”জানা গিয়েছে, আন্দোলনকারীদের একটি বড় অংশ সিবিআই কে ইমেল মারফত অনুরোধ করেছেন ওএমআর শিটের (OMR sheet) মিরর ইমেজ দেওয়ার জন্য। তদন্তকারী সংস্থা সেই অনুরোধে ইতিবাচক সাড়া দিয়েছে এবং আগামী ১৫ এপ্রিল ওই গুরুত্বপূর্ণ নথিপত্র তাঁদের হাতে তুলে দেওয়া হবে বলে জানানো হয়েছে।
আরও পড়ুন:Fire Incident: কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত ৮
এসএসসি দুর্নীতির (SSC 2016) ) বিরুদ্ধে দীর্ঘদিন ধরে প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন রাজ্যের চাকরি হারানো প্রার্থীরা। আদালতের নির্দেশে যাঁদের নিয়োগ বাতিল হয়েছে, তাদের জীবনজীবিকা অনিশ্চিত হয়ে পড়েছে। বহু বছর ধরে পরীক্ষা, ইন্টারভিউ, প্রশিক্ষণের পর চাকরি পেয়েও হঠাৎ করে ছাঁটাই হওয়ায় তাদের ক্ষোভ ক্রমাগত বৃদ্ধি পেয়েছে।এখন আন্দোলনের পরবর্তী ধাপ হবে রাজ্যের বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়া যেখানে গণস্বাক্ষর সংগ্রহের পাশাপাশি জনমত গঠনের জন্য সভা-সমাবেশের আয়োজন করা হবে। আন্দোলনকারীরা বিশ্বাস করেন, আইনের পথ মেনেই তাদের ন্যায্য দাবি আদায় করা সম্ভব। সরকার ও প্রশাসনের তরফ থেকে এই ইস্যুতে এখনও পর্যন্ত কোনও স্পষ্ট প্রতিক্রিয়া না আসায় অসন্তোষ বাড়ছে আন্দোলনকারীদের মধ্যে। এখন নতুন কর্মসূচির দিকে তাকিয়ে আছে গোটা রাজ্য।
নিউজ পোল বাংলা ইউটিউব চ্যানেলের লিংক: https://youtube.com/@newspolebangla?si=Ygy6shQubNhWstbr