নিউজ পোল ব্যুরো: নিশ্চিন্ত যাত্রার জন্য অনেক সময়েই শেষ মুহূর্তের ভরসা হয়ে ওঠে তৎকাল টিকিট (Tatkal Ticket)। হঠাৎ কোথাও যেতে হলে বা পরিকল্পনা বদলে গেলে, দূরপাল্লার ট্রেনই একমাত্র ভরসা এই তৎকাল বুকিং (Tatkal Ticket)। তবে সম্প্রতি এক গুচ্ছ গুজব ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায় (Social Media) নাকি ১৫ এপ্রিল থেকে বদলে যাচ্ছে তৎকাল ও প্রিমিয়াম তৎকাল টিকিট (Tatkal Ticket) কাটার সময়! এই খবর ঘিরে যাত্রীদের মধ্যে ছড়ায় গরমাগরম চর্চা। কিন্তু সত্যিই কি এমন কোনও বদল আসছে?
আরও পড়ুন: Jhargram Welfare Program: ঝাড়গ্রামে পুলিশের সামাজিক উদ্যোগে খুশি গ্রামবাসী
এই বিভ্রান্তি দূর করতে নিজেই মুখ খুলেছে আইআরসিটিস (IRCTC)। ভারতীয় রেলওয়ের (Indian Railway) টিকিট বুকিংয়ের দায়িত্বপ্রাপ্ত সংস্থা। তাদের তরফে স্পষ্ট জানানো হয়েছে, তৎকাল বা প্রিমিয়াম তৎকাল বুকিংয়ের সময়সীমায় কোনও পরিবর্তন হয়নি। এজেন্টদের নির্দিষ্ট বুকিং টাইমও অপরিবর্তিত রয়েছে।
তাহলে আদতে তৎকাল টিকিট কবে ও কীভাবে কাটবেন?
আইআরসিটিসি-র (IRCTC) নিয়ম অনুযায়ী, যাত্রার ঠিক একদিন আগে তৎকাল ই-টিকিট কাটা যায়। -এসি ক্লাস (AC 2-Tier, AC 3-Tier, Executive Class)-এর জন্য বুকিং শুরু হয় সকাল ১০টা থেকে। – নন-এসি কোচ , যেমন স্লিপার ও সেকেন্ড সিটিং-এর তৎকাল বুকিং শুরু হয় সকাল ১১টা থেকে।
https://x.com/IRCTCofficial/status/1910660638730248524
তৎকাল কোটা থেকে পাওয়া এই টিকিটে ততটা নিশ্চয়তা নেই, কারণ সবসময় নিশ্চিত (confirm) টিকিট না-ও পেতে পারেন। তবে চেষ্টা করলে বেশিরভাগ সময়েই বসার সিট মেলে। তবে ফার্স্ট ক্লাস এসি র ক্ষেত্রে তৎকাল বুকিং সুবিধা নেই।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
রেলের নিয়মে, একটি পিএনআর (PNR Number) নম্বরে সর্বাধিক চারজন যাত্রীর জন্য তৎকাল টিকিট বুক করা যায়। সাধারণ ভাড়ার সঙ্গে তৎকাল সারচার্জ যুক্ত হয়, যা সময় ও ট্রেন অনুযায়ী আলাদা হয়ে থাকে। তাই আগামীবার হঠাৎ যাত্রার প্রয়োজন হলে, আতঙ্ক নয়। আইআরসিটিসি-র নির্ভরযোগ্য বুকিং সিস্টেমের সাহায্য নিন।