নিউজ পোল ব্যুরো: চৈত্র মাসের প্রচণ্ড গরমে হাঁসফাঁস করছে গোটা রাজ্য। তবে সেই গরমে খানিকটা স্বস্তির নিঃশ্বাস এনে দিতে চলেছে আসন্ন ঝড়বৃষ্টি (Today weather update)। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রাজ্যের প্রায় প্রতিটি জেলাতেই আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত (Thunderstorm with Rain) এবং দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দক্ষিণবঙ্গের (South Bengal Weather Update) একাধিক জেলায় আজ থেকেই ঝড়বৃষ্টির সম্ভাবনা প্রবল। বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমানে রবিবার কমলা সতর্কতা (Orange Alert) জারি করা হয়েছে। রবিবার হুগলি, উত্তর ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া এবং বাঁকুড়া-পুরুলিয়া সহ মোট ৯টি জেলায় কমলা সতর্কতা বজায় থাকবে। এই জেলাগুলিতে ঘণ্টায় ৫০-৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার (Strong Wind) সঙ্গে অল্প থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন:- Today Weather: ঝড়-বৃষ্টির পর দক্ষিণবঙ্গে ফিরল মনোরম আবহাওয়া
কলকাতাতেও (Kolkata Rain Forecast) পরিস্থিতি খুব একটা আলাদা নয়। আগামী মঙ্গলবার পর্যন্ত যেকোনও দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে শহরে। বিশেষ করে সোমবার ও মঙ্গলবার, অর্থাৎ পয়লা বৈশাখের দিন, ঘণ্টায় ৩০-৫০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে শহরজুড়ে। ফলে নববর্ষের (Poila Boishakh Weather) আনন্দে বিঘ্ন ঘটতে পারে প্রকৃতির খামখেয়ালিপনায়। এদিকে উত্তরবঙ্গের (North Bengal Heavy Rain) পরিস্থিতিও বেশ উদ্বেগজনক। জলপাইগুড়ি, দার্জিলিং ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে (Today Weather update)। সঙ্গে থাকতে পারে ৫০-৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রপাত। উত্তরবঙ্গের প্রতিটি জেলাতেই মঙ্গলবার পর্যন্ত কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
যদিও বৃষ্টি ও ঝোড়ো হাওয়া থাকলেও তাপমাত্রায় বড়সড় কোনও পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তবে ঝড়বৃষ্টির কারণে রাজ্যবাসীকে চৈত্রের দাবদাহ থেকে কিছুটা হলেও স্বস্তি মিলবে বলে আশা করা যাচ্ছেv(Today Weather update)। আগামী কয়েকদিন রাজ্যবাসীকে সাবধানে চলাফেরা করার পরামর্শ দেওয়া হয়েছে। বাইরে বেরনোর আগে সঙ্গে রাখুন ছাতা বা রেইনকোট। বৈশাখী পরিকল্পনায় বাদ সাধলেও, এই স্বস্তির বৃষ্টি গ্রীষ্মের ক্লান্তিতে যেন একফোঁটা শান্তির পরশ।