নিউজ পোল ব্যুরো: দিঘায় নতুন জগন্নাথ মন্দিরের (Digha) উদ্বোধন হতে চলেছে আগামী ৩০ এপ্রিল। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) স্বয়ং এই মন্দিরের উদ্বোধন করবেন। অনুষ্ঠানকে ঘিরে দিঘার সৈকত শহরে এখন সাজসাজ রব।
উল্লেখ্য, ওই দিন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) উদ্বোধন করবেন বহু প্রতীক্ষিত জগন্নাথ মন্দির, যা রাজ্যের অন্যতম বড়ো ধর্মীয় পর্যটন কেন্দ্র হয়ে উঠবে বলে আশাবাদী প্রশাসন। এই উপলক্ষে দিঘা শহর জুড়ে এখন উৎসবের আমেজ, প্রস্তুতির ব্যস্ততা চূড়ান্ত পর্যায়ে। উদ্বোধন অনুষ্ঠানে হাজির থাকবেন দেশের বিভিন্ন প্রান্তের মুখ্যমন্ত্রী, কেন্দ্র ও রাজ্য সরকারের উচ্চপদস্থ আমলা, নামী শিল্পপতি , রাজনীতিক , অভিনেতা-অভিনেত্রী সহ অন্যান্য খ্যাতনামা ব্যক্তি। প্রায় ২৫০ জন ভিআইপি (VIPs) অতিথির জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের থাকার জন্য দিঘা ও সংলগ্ন এলাকার সমস্ত সরকারি অতিথিশালা এরইমধ্যেই সংরক্ষিত। অধিকাংশ অতিথিশালা দিঘা-শঙ্করপুর উন্নয়ন সংস্থার আওতায় পড়ায়, সেগুলিকে সরকারি অতিথিদের জন্য বরাদ্দ রাখা হয়েছে।

আরও পড়ুন: Sundarban: বাংলাদেশ থেকে সুন্দরবনে অনুপ্রবেশ, গ্রেফতার ১২
২৭ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত পর্যটকদের জন্য কোনও সরকারি গেস্ট হাউস খালি থাকবে না, এমনটাই জানানো হয়েছে প্রশাসনের তরফে। স্থানীয় হোটেল ব্যবসায়ীরাও ইতিমধ্যে প্রস্তুতি শুরু করেছেন বিশাল পরিসরে অতিথি ও পর্যটকদের সামাল দিতে। অনুষ্ঠান ঘিরে যাতে কোনওরকম বিশৃঙ্খলা না হয়, তার জন্য প্রশাসনের তরফে একাধিক বৈঠক করা হয়েছে। রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ এরইমধ্যেই দিঘা সফর করে গোটা আয়োজন খতিয়ে দেখেছেন। অনুষ্ঠান উপলক্ষে নিরাপত্তার চাদরে মোড়া থাকবে গোটা শহর। উপস্থিত থাকতে পারেন প্রায় ১২ থেকে ১৪ হাজার মানুষ , যার মধ্যে শুধু পর্যটক ও পুণ্যার্থীই নয়, স্থানীয় বাসিন্দারাও থাকবেন বলে মনে করা হচ্ছে।
উদ্বোধনের দিন ব্যবহারযোগ্য থাকবে তিনটি হেলিপ্যাড (Helipads)। একটি স্থায়ী হেলিপ্যাড ছাড়াও আরও দু’টি অস্থায়ী হেলিপ্যাড তৈরি করা হচ্ছে বিশিষ্ট অতিথিদের অবতরণের জন্য। দিঘার বিভিন্ন প্রান্তে নজরদারি বাড়ানো হয়েছে এবং বিশেষ কন্ট্রোল রুমও খোলা হচ্ছে ভিড় নিয়ন্ত্রণে। উদ্বোধনের পরে জগন্নাথধাম হয়ে উঠবে এক অন্যতম তীর্থস্থান ও দর্শনীয় স্থান এমনই মনে করছেন জেলা প্রশাসন।
নিউজ পোল বাংলার ইউটিউব পেজের লিঙ্ক:https://youtube.com/live/TVayNHnh684?feature=share