নিউজ পোল ব্যুরো: অবশেষে বহু প্রতীক্ষার পর গ্রেফতার হল পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB) কেলেঙ্কারিতে অভিযুক্ত হীরে ব্যবসায়ী মেহুল চোকসি (Mehul Choksi)। দীর্ঘদিন ধরেই তিনি পলাতক ছিলেন। কিন্তু ভারতের অনুরোধে বেলজিয়াম (Belgium) পুলিশ সম্প্রতি তাঁকে গ্রেফতার (Arrest) করেছে। সিবিআই সূত্রে খবর, বর্তমানে ৬৫ বছর বয়সী চোকসি (Mehul Choksi) বেলজিয়ামের (Belgium) একটি জেলে রয়েছেন।
আরও পড়ুন: Fire Incident: কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত ৮
মেহুল চোকসি (Mehul Choksi) ও তাঁর ভাগ্নে নীরব মোদীর বিরুদ্ধে প্রায় ১৩ হাজার ৮৫০ কোটি টাকার প্রতারণার অভিযোগ রয়েছে। পিএনবি-র (PNB) জারি করা ক্রেডিট লেটারকে ভিত্তি করে এই বিপুল আর্থিক জালিয়াতি ঘটানো হয়। ২০১৮ ও ২০২১ সালে মুম্বই আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে এবার তাকে বেলজিয়ামে (Belgium) আটক করা হয়। যদিও চোকসির তরফ থেকে জামিনের জন্য আবেদন জানানো হতে পারে বলে সূত্রের খবর, যেখানে তিনি স্বাস্থ্য সমস্যার কথা তুলে ধরতে পারেন।
২০১৮ সালের জানুয়ারিতে পিএনবি কেলেঙ্কারি (PNB Scam) প্রকাশ্যে আসার কয়েক সপ্তাহ আগেই মেহুল চোকসি ও নীরব মোদী দেশ ছেড়ে পালিয়ে যান। মেহুল বর্তমানে অ্যান্টিগা ও বারবুডার নাগরিক। তবে তাঁর স্ত্রী প্রীতি চোকসি বেলজিয়ামের নাগরিক। সূত্রের খবর, চিকিৎসার অজুহাতে তিনি অ্যান্টিগা ছেড়ে ইউরোপে পাড়ি জমান এবং বেলজিয়ামে স্ত্রীর সঙ্গে অ্যান্টরিপে বসবাস করছিলেন।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
২০২১ সালে তিনি অ্যান্টিগা থেকে হঠাৎ নিখোঁজ হয়ে যান এবং পরে ডমিনিকায় তার খোঁজ মেলে। ভারতের আর্থিক মন্ত্রী নির্মলা সীতারমন সংসদে ২০২৪ সালে জানান, চোকসির বিরুদ্ধে প্রতারণা মামলায় তার ২২ হাজার ২৮০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। তার প্রত্যর্পণের জন্য ভারত ব্রিটেন সরকারের সঙ্গেও আলোচনা চালাচ্ছে।