নিউজ পোল ব্যুরো: পয়লা বৈশাখের (Poila Boishakh 2025) আগেই দক্ষিণবঙ্গে (South Bengal Weather) নামছে ঝড়-বৃষ্টির ধারা (Forecast Weather)। আগামী কিছুদিন ধরে বজ্রবিদ্যুৎ (Thunderstorm) ও দমকা হাওয়ার (Gusty Wind) সম্ভাবনা থাকায় রাজ্য জুড়ে সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর (IMD Alert)। বিশেষ করে রবিবার (Sunday) থেকে শুরু করে আগামী বুধবার (Wednesday) পর্যন্ত দক্ষিণবঙ্গের আকাশ মুখভার করে থাকতে পারে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার বিকেল গড়াতেই কলকাতা (Kolkata Weather) সহ আশপাশের জেলাগুলিতে বৃষ্টিপাত ও বজ্রপাতের সম্ভাবনা প্রবল। ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এরইমধ্যে কলকাতা সহ রাজ্যের একাধিক জেলায় হলুদ সতর্কতা (Yellow Alert) জারি হয়েছে। বিশেষ করে পুরুলিয়া (Purulia), পশ্চিম বর্ধমান (West Bardhaman) এবং বীরভূম (Birbhum) জেলায় জারি হয়েছে কমলা সতর্কতা (Orange Alert)। কিছু জায়গায় ঝড়ও উঠতে পারে বলে জানানো হয়েছে।
আরও পড়ুন:- Bengal Weather: দক্ষিণবঙ্গে আবহাওয়ার বদল!
আবহাওয়াবিদরা জানাচ্ছেন, বিহার (Bihar) এবং বাংলাদেশের (Bangladesh) উপরে একটি উচ্চচাপ বলয় (High Pressure Zone) তৈরি হয়েছে। এর ফলে বঙ্গোপসাগর (Bay of Bengal) থেকে বিপুল পরিমাণ জলীয় বাষ্প (Moisture Influx) ঢুকছে পশ্চিমবঙ্গে। এই আর্দ্রতা থেকেই রাজ্য জুড়ে তৈরি হচ্ছে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পরিবেশ। এই ঝড়বৃষ্টির পরিস্থিতি (Severe Weather Condition) দক্ষিণবঙ্গে অন্তত ১৭ এপ্রিল পর্যন্ত চলবে বলে জানানো হয়েছে।তাপমাত্রার (Temperature) দিক দিয়ে অবশ্য বড় কোনও পরিবর্তনের ইঙ্গিত নেই। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের (Gangetic West Bengal) জেলাগুলিতে বৃহস্পতিবার (Thursday) পর্যন্ত দিনের তাপমাত্রা প্রায় একই থাকবে। সোমবার কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে (Forecast Weather) ৩৩ ডিগ্রি সেলসিয়াস (33°C), আর রাতের দিকে তা নামবে ২৪ ডিগ্রি সেলসিয়াস (24°C)-এর আশেপাশে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
উত্তরবঙ্গের (North Bengal Weather) জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার ও বুধবার ওই অঞ্চলের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আবহাওয়া দপ্তরের তরফ থেকে সাধারণ মানুষকে পরামর্শ (Forecast Weather) দেওয়া হয়েছে—ঝড়, বজ্রপাত বা প্রবল বৃষ্টির সময় যেন কেউ বাইরে না বেরোন এবং নিরাপদ স্থানে থাকার চেষ্টা করেন। এই পরিস্থিতিতে বাইরে বেরনোর সময় সাবধানতা অবলম্বন করা অত্যন্ত জরুরি। পয়লা বৈশাখে ছুটির আমেজে ভেজা হাওয়ার সঙ্গে থাকবে বৃষ্টির ছোঁয়াও।