নিউজ পোল ব্যুরো: ফের দুর্ঘটনা শহরে। সোমবার ভোরবেলা ভয়ঙ্কর দুর্ঘটনায় কেঁপে উঠল দক্ষিণ ২৪ পরগনার ধানকল মোড়। মুহূর্তে শোকের ছায়া এলাকায়। সকাল ৬টা নাগাদ রায়চক থেকে ধর্মতলাগামী একটি বাসের (Bus) সঙ্গে উল্টোদিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে (Bus Accident)। ঘটনাস্থলেই মৃত্যু হয় ট্রাক চালকের। গুরুতর জখম হন বাসের ১০ জন যাত্রী। তাদের দ্রুত আমতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় রয়েছে আহতরা।
আরও পড়ুন: Digha News: দিঘায় জগন্নাথ ধামের পাল্টা কাঁথিতে বিজেপির লক্ষ সনাতনী সমাবেশ, রাজনৈতিক তরজা চরমে
পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনার জেরে (Bus Accident) কিছুক্ষণের মধ্যেই জাতীয় সড়ক ১১৭ নম্বর রুটের যান চলাচল প্রায় দেড় ঘণ্টা বন্ধ হয়ে যায়। পরে পুলিশ (Police) এসে দুর্ঘটনাগ্রস্ত যান দুটি সরিয়ে দিলে সাড়ে সাতটা নাগাদ স্বাভাবিক হয় চলাচল। ট্রাকের (Bus Accident) সামনের অংশ একেবারে দুমড়ে-মুচড়ে যায়। চালকের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। প্রাথমিক অনুমান, অতিরিক্ত গতি অথবা ট্রাফিক (Traffic) নিয়ম ভাঙার কারণেই এই দুর্ঘটনা।
এদিকে সাম্প্রতিক এক অন্য দুর্ঘটনার কথাও উঠে আসছে। কয়েকদিন আগেই ঠাকুরপুকুরে (Thakurpukur) মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে গ্রেফতার (Arrest) হন এক জনপ্রিয় টেলিভিশন সিরিয়ালের পরিচালক সিদ্ধান্ত দাস। তাঁর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে বাজারে ঢুকে এক পথচারীকে প্রাণ হারাতে হয়। আহত হন আরও অনেকে। অভিযোগ, রাতভর পার্টির পর মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন তিনি। সেই ঘটনায় টলিপাড়ায় (Tollypara) চাঞ্চল্য ছড়ায়, নাম জড়ায় জনপ্রিয় ইউটিউবার স্যান্ডি সাহারও (Sandy Saha)। সিদ্ধান্তকে পরে পরিচালকের পদ থেকে সরিয়ে দেওয়া হয়।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT