নিউজ পোল ব্যুরো: ২০১৬ সালের স্কুল সার্ভিস কমিশন (SSC) নিয়োগে চাকরি হারানো শিক্ষকদের বিষয়ে এবার বড় পদক্ষেপ নিতে চলেছে রাজ্যের শিক্ষা দফতর। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চাকরিহারাদের সঙ্গে সরাসরি কথা বলে জানিয়েছিলেন, সমস্যা সমাধানে রাজ্য সরকার সময় নিচ্ছে এবং অন্তত দু’মাসের সময় চাইছে (SSC Recruitment Case)। সেই পথেই হাঁটছে শিক্ষা দফতর। তবে শুধু সময় নেওয়া নয়, এবার সক্রিয় ভূমিকায় নামল বিকাশ ভবন। (Vikash Bhavan)। সূত্রের খবর, সম্প্রতি এসএসসিকে নির্দেশ দেওয়া হয়েছে, ২০১৬ সালের নিয়োগের ভিত্তিতে যেসব চাকরিহারা শিক্ষক “অযোগ্য” (Ineligible) ও যাদের বিষয়ে সিদ্ধান্ত এখনো অস্পষ্ট অর্থাৎ “চিহ্নিত নয়” (Unidentified Status) – এমনদের পৃথকভাবে জেলা ভিত্তিক তালিকা (District-wise List) তৈরি করে পাঠাতে হবে।
আরও পড়ুন:- SSC 2016: অনশন তুলে বৃহত্তর আন্দোলনের পথে চাকরিহীন শিক্ষকরা
এর আগে রাজ্যজুড়ে অযোগ্য ও চিহ্নিত নয় এমন শিক্ষকদের একটি সামগ্রিক তালিকা পাঠিয়েছিল এসএসসি, কিন্তু এবার তার ভিত্তিতে আরও সুনির্দিষ্ট কাজের উদ্দেশ্যে জেলা অনুসারে তথ্য চাইল বিকাশ ভবন। উদ্দেশ্য, দ্রুত সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশ মেনে জেলায় জেলায় ডিআই বা স্কুল পরিদর্শকদের মাধ্যমে প্রক্রিয়া শুরু করা। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu) ইতিমধ্যেই চাকরিহারাদের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকের পরে যদিও চাকরিহারাদের মনে আশঙ্কা কাটেনি, তবে শিক্ষামন্ত্রী জানান, রাজ্য সরকার সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন (Review Petition in Supreme Court) জমা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। তিনি এ-ও জানান, এসএসসি ইতিমধ্যেই “যোগ্য” (Eligible) ও “অযোগ্য” তালিকা তৈরির কাজ শুরু করেছে (SSC Recruitment Case) এবং সব আইনি প্রক্রিয়া সঠিক পথে চললে আগামী সোমবার, অর্থাৎ ২১ এপ্রিল সেই তালিকা প্রকাশ করা হতে পারে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
একই সঙ্গে রাজ্য সরকারের পক্ষ থেকে এ আশ্বাসও দেওয়া হয়েছে যে, যারা সত্যিই যোগ্য প্রমাণিত হবেন, তাদের চাকরি ফেরানোর উদ্যোগ গ্রহণ করা হবে। সূত্রের খবর, বিকাশ ভবনের পক্ষ থেকে এসএসসিকে স্পষ্ট জানানো হয়েছে যে, তালিকা যত দ্রুত পাঠানো সম্ভব, ততই জেলাস্তরে ডিআইদের কাজে লাগিয়ে শুরু করা যাবে বাছাইয়ের কাজ। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ মেনে এই পুরো প্রক্রিয়া পরিচালিত হবে বলে জানা গিয়েছে (SSC Recruitment Case)। চাকরি ফিরে পাওয়ার আশা এখনও ছাড়েননি চাকরিহারা শিক্ষকরা। শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকের পরে অনেকেই জানিয়েছেন, তারা আইনি পথেই শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন। রাজ্য সরকারের পদক্ষেপে আশার আলো দেখলেও, নির্দিষ্ট তারিখে তালিকা প্রকাশ ও সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশনের ফলাফলের দিকেই তাকিয়ে রয়েছেন সকলে। এখন দেখার বিষয়, এই তালিকা প্রকাশের পরে কতটা স্বচ্ছতা ও গতিতে কাজ এগোয় এবং কতজন শিক্ষক বাস্তবে চাকরি ফিরে পান।