নিউজ পোল ব্যুরো: রাজ্যবাসীকে নিজের লেখা গানের মধ্যে দিয়ে নববর্ষের (Bengali New Year) শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন করে নতুন বছরে আরও একবার মুখ্যমন্ত্রী দিয়েছেন শান্তি, সম্প্রীতির বার্তা। নিজের লেখা ও সুর করা গান, “সকলের ঘরে ঘরে আলো নিয়ে আসুক নববর্ষ” এইভাবেই পয়লা বৈশাখের শুভেচ্ছা জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী।
নববর্ষের শুভেচ্ছা জানিয়ে মুখ্যমন্ত্রী লিখেছেন, “এসো, এসো, এসো হে বৈশাখ… শুভ নববর্ষ ১৪৩২! নতুন বছরের পুণ্য আলোর দ্যুতিতে আলোকিত হোক সকলের জীবন। শান্তি ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ থাকুক বাংলার প্রতিটি মানুষ।” এর পরেই তিনি সেই চিরাচরিত ভাবেই লিখেছেন “সবাইকে শুভনন্দন” নববর্ষের সিনে মুখ্যমন্ত্রী স্মরণ করেছেন সদ্যপ্রয়াত বাংলার সঙ্গীতকার প্রতুল মুখোপাধ্যায়কে।
আরও পড়ুনঃ Tuesday Horoscope: ১৫ এপ্রিল বজরংবলীর কৃপা কাদের উপর?
গায়ককে স্মরন করে লিখেছেন ‘আমি বাংলায় গান গাই’। তবে আজ শুধু নববর্ষ নয় আজ ‘পশ্চিমবঙ্গ দিবস’ও পালন করা হয় রাজ্যজুড়ে। তারও শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘বাংলা দিবস’ – এ সকল নাগরিককে জানাই শুভনন্দন এবং ছোট ছোট ভাইবোনেদের জানাই অনেক শুভেচ্ছা। আরও বিকশিত হোক রাজ্যের ঐতিহ্যময় সংস্কৃতি, আরও সুদৃঢ় হোক রাজ্যবাসীর ভ্রাতৃত্ব-বন্ধন।
নববর্ষের (Bengali New Year) শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। সোশ্যাল মিডিয়ায় নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে বাংলায় একতি পোস্টে লিখেছেন, “পয়লা বৈশাখের শুভেচ্ছা। আশা করি এবছর আপনাদের সব আকাঙ্খা পূর্ণ হবে। আমি সকলের সাফল্য, সুখ সমৃদ্ধি ও সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা করছে।”
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT