নিউজ পোল ব্যুরো: মঙ্গলবার বাংলা নতুন বছরের প্রথম দিন। আর এই দিনে সকাল সকালই আরও একবার রাজ্যজুড়ে সৃষ্টি হওয়া হিংসার বাতাবরণ এবং ওয়াকফ আইন প্রসঙ্গে শাসক তৃণমূল এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে তোপ দাগলেন প্রাক্তন সাংসদ তথা বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। নিউটাউনের ইকো পার্ক থেকে এদিন তাঁর দাবি, বাংলাকে ইজরায়েল বা সিরিয়া বানানোর চেষ্টা চলছে।
আরও পড়ুনঃ Dilip Ghosh : শিক্ষার দুর্নীতি ধামাচাপা দিতে উগ্রপন্থীদের পথে নামিয়েছেন মমতা, বিস্ফোরক দিলীপ
নিজের মাটিতেই ঘরছাড়া হয়ে মুর্শিদাবাদ থেকে মালদায় উদ্বাস্তু ক্যাম্পে দিন কাটাচ্ছেন হিন্দুরা। সীমান্তের জেলাগুলি হিন্দু শূন্য হলে কার সুবিধা? এই প্রশ্ন রাখা হলে দিলীপ বলেন, “হিন্দু শূন্য তো হয়ে এসেছে। এই যে এত হিংসার ঘটনা ঘটছে তাতে মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হচ্ছে। আর প্রশাসন এতটাই অমানবিক যে এ বিষয়ে কোনও সমবেদনা নেই। মেয়র কী বলছেন? এ তো রাজ্যের মধ্যেই তো ঘরছাড়া হচ্ছে। তুমি একবার কলকাতা ছেড়ে গিয়ে থাক না বীরভূমে। তাহলে বুঝতে পারবে। কেন ঘরছাড়া হবে মানুষ?” এরপরই যোগ করেন, “এটা কি ইজরায়েল হয়ে গেল? সিরিয়া হয়ে গেল নাকি?”
পাশাপাশি পয়লা বৈশাখের সকালে আরও একবার রাষ্ট্রপতি শাসন নিয়েও মুখ খুলেছেন বিজেপি নেতা। তাঁর কথায়, “আমরা তো অনেকদিন ধরেই বলছি, পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানানোর চেষ্টা চলছে। আর হিন্দু শূন্য হয়ে যাওয়া মানেই বাংলাদেশ হয়ে যাওয়া। তবে রাষ্ট্রপতি শাসন হবে কি না সেটা দেখার জন্য রাজ্যপাল রয়েছেন, রাষ্ট্রপতি আছেন, সরকার আছে। তাঁরা দেখবেন। যদি প্রয়োজন মনে করেন তাহলে করবেন। তবে করার মত পরিস্থিতি তৈরি হয়েছে।” এছাড়া বলেন, “ওয়াকফ নিয়ে যে যদি রাজনৈতিক আন্দোলন করতেই হয় তবে তা রাস্তায় হোক না। হিন্দুদের মঠ-মন্দির কেন ভাঙ্গা হবে? আর তা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে কোনও কষ্ট নেই। তাঁর সরকারের প্রতিনিধিদের মনে কোনও কষ্ট নেই।”
মুর্শিদাবাদকাণ্ডের আবহে সম্প্রীতির বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। “গণতান্ত্রিক আন্দোলনের অধিকার আছে। তবে আইন নিজের হাতে নয়। প্ররোচনায় পা দেবেন না।” সোমবার কালীঘাট স্কাইওয়াকের উদ্বোধন করে এমনটাই বলেন মমতা। এই প্রসঙ্গে দিলীপ ঘোষ (Dilip Ghosh) জানান, “মমতার সম্প্রীতির খেসারত দিতে দিতে দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে হিন্দুদের। মালদা, মুর্শিদাবাদ, বীরভূমের বিস্তৃর্ণ এলাকা হিন্দু শূন্য হয়ে যাচ্ছে।”
নিউজ পোল বাংলা ইউটিউব চ্যানেলের লিংক: https://youtube.com/@newspolebangla?si=Ygy6shQubNhWstbr
এছাড়া মুর্শিদাবাদের সামশেরগঞ্জে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীকে লক্ষ্য করে ইট ও পাথর ছোঁড়ার বিষয়টি নিয়েও ক্ষোভ উগড়ে দেন দিলীপ ঘোষ। অন্যদিকে ওয়াকফ সংশোধনী বিলকে চ্যালেঞ্জ সুপ্রিম কোর্টে মামলা করলেন হুমায়ূন কবির এবং নওশাদ সিদ্দিকী। এ বিষয়ে দিলীপ ঘোষের (Dilip Ghosh) বক্তব্য, “মামলা আরও আগেই করা উচিত ছিল। আগুন জ্বালিয়ে করলেন কেন?” এর পাশাপাশি শিলিগুড়িতে গাজন সন্ন্যাসীদের উপরও হামলা প্রসঙ্গেও মুখ খোলেন তিনি।