Fake Passport : বছরের প্রথম দিনেই বড় সাফল্য! ইডির জালে পাসপোর্ট জালিয়াতি কাণ্ডের বড় মাথা

breakingnews অপরাধ জেলা রাজ্য

নিউজ পোল ব্যুরো: ওয়াকফ সংশোধনী আইনকে (Waqf Amendment Act) কেন্দ্র করে রাজ্যজুড়ে অশান্তির বাতাবরণ। কোনও কোনও রাজনৈতিক নেতা যার সঙ্গে তুলনা টানছেন বাংলাদেশের। এরই মধ্যে মঙ্গলবার নববর্ষে পাসপোর্ট জালিয়াতি (Fake Passport) মামলায় গেদে থেকে গ্রেফতার করা হল ১ জনকে। ধৃতের নাম, অলোক নাথ। ১০ ঘন্টারও বেশি সময় জিজ্ঞাসাবাদের পর আটক করা হয় তাকে। এরপর নিয়ে আসা হয় সল্টলেকের সিজিও কমপ্লেক্সে (CGO Complex) ইডি দফতরে।

আরও পড়ুনঃ Dilip Ghosh : “মমতার সম্প্রীতির খেসারত দিতে দিতে…”, নববর্ষের সকালে এ কী বললেন দিলীপ!

সূত্রের খবর, পাসপোর্ট জালিয়াতি মামলার (Fake Passport Case) তদন্তে নদীয়ার ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকার গেদে উত্তরপাড়ায় আসে ইডি (ED)। এরপর অলোক নাথের বাড়িতে পৌঁছে শুরু করা হয় জিজ্ঞাসাবাদ। যিনি পাসপোর্ট অফিসে কাজ করতেন বলে জানা যাচ্ছে। দীর্ঘ ১০ ঘন্টা জেরার পর অবশেষে তাকে আটক করেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate) ওরফে ইডির আধিকারিকরা। তদন্তে জেরার মুখে অসংগতি লক্ষ্য করায় তাকে আটক করা হয়েছে বলে জানা গিয়েছে ইডি সূত্রে। এই ঘটনায় খুব স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

Fake Passport

ভারত-বাংলাদেশ সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রুখতে দীর্ঘদিন ধরেই সচেষ্ট কেন্দ্রীয় সরকার। এই অবস্থায় মঙ্গলবার বাংলা বছরের প্রথম সকালেই নদীয়ার ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকা গেদে উত্তর পাড়ায় হানা দেয় ইডি। গেদে উত্তরপাড়ার বাসিন্দা অলোক নাথের বাড়িতে একেবারে সাত সকালেই পৌঁছন ইডি আধিকারিকরা।

নিউজ পোল বাংলা ইউটিউব চ্যানেলের লিংক: https://youtube.com/@newspolebangla?si=Ygy6shQubNhWstbr

প্রথমে অলোক নাথের বাড়ি সিআরপিএফ (CRPF) জওয়ানরা ঘিরে ফেলে। এরপর বাড়ির মধ্যে প্রবেশ করে ইডির আধিকারিকরা। শুরু হয় জেরা। খতিয়ে দেখা হয় বিভিন্ন নথিপত্র। দীর্ঘক্ষণ ধরে লাগাতার চলে ইডির জিজ্ঞাসাবাদ। এই অলোক নাথ দীর্ঘদিন ধরেই পাসপোর্ট অফিসের কাজ করতেন। ইডি সূত্রে খবর, অলোক নাথ জাল পাসপোর্ট ভিসা (Fake Passport and Visa) তৈরীর চক্রের অন্যতম মাথা।