Sarada Devi: নববর্ষে পূণ্যার্থীদের ঢল জয়রামবাটীতে, মাতৃভক্তিতে ভরে উঠল আঙিনা

জেলা রাজ্য

শ্যামল নন্দী, বারাসাত: নতুন বছরের সূচনাতেই বাঁকুড়ার জয়রামবাটী (Jayrambati) যেন আবার জেগে উঠল পূণ্য ও ভক্তির আলোয়। শ্রী শ্রী মা সারদা দেবীর (Sarada Devi) পবিত্র জন্মভূমি এদিন রূপ নিয়েছিল এক বিশাল ধর্মমেলায়। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ভক্ত এই বিশেষ দিনে ‘মাতৃমন্দিরে’ পা রেখেছেন তাঁদের মনের ইচ্ছা ও শুভকামনা নিয়ে।

আরও পড়ুন: Dilip Ghosh: জয় শ্রী রাম শুনে বুক কাঁপলে ঘরে থাকুন: দিলীপ

মঙ্গলবার (Tuesday) সকাল থেকেই শুরু হয় এই ভক্তসমাগম। কারও হাতে ফুল, কারও মুখে স্তব — সকলেই যেন নিজের হৃদয়ের কথা মা সারদার (Sarada Devi) চরণে নিবেদন করতে এসেছেন। বছরের অন্যান্য সময়েও জয়রামবাটীতে (Jayrambati) ভক্তদের আনাগোনা লেগেই থাকে, তবে নববর্ষের এই বিশেষ দিনে উপস্থিতির পরিমাণ ছিল অনেক গুণ বেশি। অনেকেই এসেছেন পরিবার নিয়ে, সন্তান-সন্ততি ও আত্মীয়-পরিজনের কল্যাণ কামনায়।

সারদা দেবীর (Sarada Devi) জন্ম ১৮৫৩ সালের ২২ ডিসেম্বর, বাংলা ১২৬০ সালের ৮ পৌষ এক বৃহস্পতিবার। তাঁর জন্ম হয়েছিল এক দরিদ্র কিন্তু ধর্মপরায়ণ ব্রাহ্মণ পরিবারে। পিতা রামচন্দ্র মুখোপাধ্যায় ও মাতা শ্যামাসুন্দরী দেবী। যাঁদের জীবনে শ্রীরামচন্দ্রের ভক্তি ছিল অটুট। জয়রামবাটীর (Jayrambati) এই কন্যাই ভবিষ্যতে হয়ে ওঠেন শ্রীরামকৃষ্ণ পরমহংসের সহধর্মিণী এবং সমগ্র মানবজাতির ‘মা’।

নববর্ষের (Bengali New Year) দিন মায়ের আশীর্বাদ পেতে আসা পূণ্যার্থী স্বর্ণালী ঘোষ বলেন, “শৈশবে একবার এসেছিলাম তবে আজকের অভিজ্ঞতা একেবারেই অন্যরকম। মায়ের আশ্রয়ে এসে যেন মনটা এক অনন্য শান্তিতে ভরে উঠেছে।”

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

অন্যদিকে উত্তর ২৪ পরগণার টাকি থেকে আসা সোমা ঘোষ জানালেন, “বছরের প্রথম দিনটা এখানে কাটিয়ে সত্যিই মনে হচ্ছে, গোটা বছরটাই ভালো কাটবে। সন্তান ও পরিবারের সুস্থতার জন্য মায়ের কাছে প্রার্থনা করেছি।”

এই ভাবনায়, বিশ্বাসে, আর পরম ভক্তিতে পূর্ণ হয়ে উঠল জয়রামবাটী — মা সারদার আশীর্বাদে আরও এক নতুন বছরের শুরু।