নিউজ পোল ব্যুরো: ন্যাশনাল হেরাল্ড মামলায় (National Herald Case) মঙ্গলবার বড়সড় ধাক্কা খেয়েছে কংগ্রেস। এদিন এই মামলায় যে চার্জশিট পেশ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate) ওরফে ইডি (ED) তাতে রয়েছে সনিয়া গান্ধী (Sonia Gandhi), রাহুল গান্ধী (Rahul Gandhi) এবং স্যাম পিত্রেদার (Sam Pitroda) নাম। আগামী ২৫ এপ্রিল বিশেষ আদালতে এই মামলার শুনানি হবে।
আরও পড়ুনঃ Mamata Banerjee : “বর্ডার তো BSF সামলায়! লোক ঢোকালেন কেন?” কৈফিয়ত চান মমতা
এদিকে ন্যাশনাল হেরাল্ড মামলায় (National Herald Case) সোনিয়া-রাহুলের বিরুদ্ধে ইডি এদিন চার্জশিট দিতেই পথে নামল কংগ্রেস (Congress)। রাহুল এবং সোনিয়ার ৬৬১ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করেছে তদন্তকারী সংস্থা। এর প্রতিবাদে এদিন রাজ্য সভাপতি শুভঙ্কর সরকারের নেতৃত্বে সল্টলেকে সিজিও কমপ্লেক্স অভিযানে নামল প্রদেশ কংগ্রেস। তবে শুধুমাত্র বাংলায় নয়। এই মামলার চার্জশিটকে কেন্দ্র করে দেশব্যাপী শুরু হয়েছে বিক্ষোভ।

আর বাংলায় আন্দোলনকারীদের সিজিও কমপ্লেক্স অভিযান রীতিমত ধুন্ধুমার সল্টলেক। কেন্দ্রীয় বাহিনীকে উত্তপ্ত করার অভিযোগ কংগ্রেস আন্দোলনকারীদের বিরুদ্ধে। অভিযোগ, সিজিও কমপ্লেক্সের গেটের ভিতরে থাকা কেন্দ্র বাহিনীর দিকে তরমুজ ছুড়ে ফেলা হয়। সিজিও কমপ্লেক্স অভিযান এসে কংগ্রেসের রাজ্য সভাপতি শুভঙ্কর সরকার বলেন, “এরা কংগ্রেসকে এত ভয় পাচ্ছে। আমাদের খুব ভাল লাগছে। ইয়ে ডর হামকো আচ্ছা লাগ রাহা হ্যায়।”
নিউজ পোল বাংলা ইউটিউব চ্যানেলের লিংক: https://youtube.com/@newspolebangla?si=Ygy6shQubNhWstbr
ন্যাশনাল হেরাল্ড মামলার (National Herald Case) উৎপত্তি ২০১৪ সালে বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামীর একটি অভিযোগ থেকে। তিনি অভিযোগ করেছিলেন, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী এবং তাঁদের সংস্থাগুলি অ্যাসোসিয়েট জার্নালস লিমিটেডের (AJL) ২ হাজার কোটি টাকারও বেশি মূল্যের সম্পত্তি মাত্র ৫০ লক্ষ টাকায় অধিগ্রহণ করেছে। অ্যাসোসিয়েট জার্নালস লিমিটেড ন্যাশনাল হেরাল্ড নামের একটি পত্রিকা প্রকাশ করে। যা আবার ইয়ং ইন্ডিয়ান লিমিটেড (YIL) নামের একটি সংস্থার মালিকানাধীন। অভিযোগ ছিল, সোনিয়া এবং রাহুল গান্ধী উভয়েই ইয়ং ইন্ডিয়ান লিমিটেডের ৩৮ শতাংশ করে শেয়ারের মালিক।