Mamata Banerjee: একদিনে দুই বৈঠক, কী বার্তা দেবেন মুখ্যমন্ত্রী?

breakingnews কলকাতা রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: রাজ্যের সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষাপটে বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দুটি বৈঠক রাজনৈতিক ও সামাজিক দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। প্রথম বৈঠকটি অনুষ্ঠিত হবে রাজ্যের ইমাম ও মোয়াজ্জিনদের সঙ্গে, যেখানে মূল আলোচ্য বিষয় হবে রাজ্যে শান্তি ও সম্প্রীতি বজায় রাখা।

আরও পড়ুন: Fake Passport : বছরের প্রথম দিনেই বড় সাফল্য! ইডির জালে পাসপোর্ট জালিয়াতি কাণ্ডের বড় মাথা

বিশেষ করে মুর্শিদাবাদ (Murshidabad) জেলায়। সেই অসন্তোষের জেরে কিছু অপ্রীতিকর ঘটনারও সাক্ষী হয়েছে রাজ্য। তবে মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) দৃঢ় পদক্ষেপে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। তিনি এই বৈঠকের মাধ্যমে মুসলিম সম্প্রদায়কে এই বার্তা দিতে চান যে, কেন্দ্রের ওয়াকফ আইন (Waqf Bill) রাজ্যে কার্যকর হবে না। তাই বিভ্রান্ত হয়ে বিক্ষোভের কোনও প্রয়োজন নেই। মুখ্যমন্ত্রী ইমাম ও মোয়াজ্জিনদের কাছে অনুরোধ করবেন, তারা যেন সাধারণ মানুষকে শান্তি বজায় রাখার বার্তা দেন। অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশন ইতিমধ্যেই বৈঠকে সকলকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছে।

দিনের দ্বিতীয় বৈঠকটি হবে দিঘার নবনির্মিত জগন্নাথ মন্দিরের (Jagannath Temple) উদ্বোধন ঘিরে। আগামী ৩০ এপ্রিল অক্ষয় তৃতীয়ার (Akshay Tritiya) দিনে এই মন্দিরের উদ্বোধন হবে। তার আগে ২৯ এপ্রিল আয়োজিত হবে যজ্ঞ। মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) ২৭ তারিখেই দিঘা (Digha) পৌঁছবেন এবং ২৮ তারিখে ট্রাস্টি বোর্ড ও প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসবেন। আজকের প্রস্তুতি বৈঠকে মন্দির উদ্বোধনের দিন কার কী দায়িত্ব থাকবে, সেই রূপরেখা নির্ধারিত হবে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

এই বৈঠকে থাকবেন মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, হিডকো ও ইসকনের প্রতিনিধিরা এবং পুলিশের শীর্ষ কর্তারা। ২৯ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত দিঘায় যান নিয়ন্ত্রণ করা হবে, সেই সময়ে পর্যটকদের যাতায়াত কীভাবে হবে, তা নিয়েও আলোচনা হবে। মুখ্যমন্ত্রী এই অনুষ্ঠানে বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা তুলে ধরতে চান।