Mamata-Waqf Meeting: কংগ্রেসের জেতা আসনে অশান্তি হয়েছে,ইমামদের বৈঠকে মন্তব্য মমতার

breakingnews কলকাতা রাজনীতি রাজ্য শহর

নিউজ পোল ব্যুরো: মুর্শিদাবাদ (Murshidabad) ও তার সংলগ্ন এলাকায় সাম্প্রতিক অশান্তির প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata-Waqf Meeting) বলেন, “যেখানে অপ্রীতিকর ঘটনা ঘটেছে, সেই এলাকা তৃণমূল কংগ্রেসের (TMC) নয়, বরং কংগ্রেসের জয়ী আসন। এই গণ্ডগোল পরিকল্পিত, প্ররোচিত। যারা জনগণের রায় পেয়েছে, তাদের দায়িত্ব রয়েছে শান্তি রক্ষা করার, অশান্তি নয়।”

আরও পড়ুন: Mamata Banerjee: একদিনে দুই বৈঠক, কী বার্তা দেবেন মুখ্যমন্ত্রী?

তিনি আরও বলেন, “তৃণমূল কংগ্রেস (TMC) যদি এই সহিংসতার পেছনে থাকত, তাহলে আমাদের বিধায়কদের বাড়ি ও পার্টি অফিস লক্ষ্য হয়ে উঠত না। এটি প্রমাণ করে, তৃণমূল নয়, অন্য কেউ এই অশান্তি ছড়াতে সচেষ্ট।”

ইদের (Eid) পরে ইমামদের আমন্ত্রণে আয়োজিত এক গুরুত্বপূর্ণ বৈঠক প্রসঙ্গে মমতা (Mamata-Waqf Meeting) বলেন, “এই সভাটি আমার ডাকা নয়, বরং ইমাম ও মোয়াজ্জেম সমাজের পক্ষ থেকেই এই বৈঠকের আহ্বান জানানো হয়েছিল। আমরা শ্রদ্ধার সঙ্গে তাতে সাড়া দিয়েছি।”

ওয়াকফ সংশোধনী আইন (Waqf Bill) প্রসঙ্গে মমতা স্পষ্ট বার্তা দিয়েছেন, “বাংলায় এই কেন্দ্রীয় আইন কার্যকর হবে না। রাজ্যের সংখ্যালঘু সমাজের ভাবাবেগ ও অধিকার রক্ষায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

এই বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে (Netaji Indoor Stadium) রাজ্যের ইমাম ও মোয়াজ্জেমদের নিয়ে বিশেষ বৈঠকের আয়োজন করা হয়েছে। সেখানে সংখ্যালঘু সমাজের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি মতবিনিময় করবেন মুখ্যমন্ত্রী (Mamata-Waqf Meetin)। এখন সব মহলের নজর মুখ্যমন্ত্রী ঠিক কী বার্তা দেন সেদিকেই।