Dilip Ghosh: প্রেমের জোয়ারে ভাসছেন দিলীপ ঘোষ, বসছেন বিয়ের পিঁড়িতে

breakingnews কলকাতা

নিউজ পোল বাংলাঃ তপ্ত বৈশাখে দিলীপ ঘোষের (Dilip Ghosh) জীবনে বসন্তের ছোঁয়া। বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। হ্যাঁ ঠিকই পড়ছেন। সূত্রের খবর আগামীকাল শুক্রবার বিয়ে করতে চলেছেন মেদিনীপুরের প্রাক্তন সাংসদ। রেজিস্ট্রি বিবাহ সারবেন বলেই সূত্রে জানা গিয়েছে। ইতিমধ্যেই কলকাতা এসে পৌঁছেছেন দিলীপের মা। আগামীকালই হবে চার হাত এক।

সূত্রের খবর, পাত্রীর নাম রিঙ্কু মজুমদার। বিজেপি করার সূত্রেই তাঁর সঙ্গে আলাপ বলে জানা গিয়েছে। রিঙ্কু ডিভোর্সি। তাঁর ২৫ বছরের একটি ছেলে আছে। তবে এই খবর সামনে আসার পরেই বিজেপি নেতা ভাসছেন শুভেচ্ছার বন্যা। তৃণমূল নেতা কুণাল ঘোষ X হ্যান্ডেলে ইঙ্গিতপূর্ণ বার্তা দিয়েছেন। দিলীপ ঘোষকে নতুন জীবনের জন্য শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, “দিলীপ ঘোষকে ব্যক্তিগত শুভেচ্ছা। এর মধ্যে রাজনীতি খুঁজবেন না।”

আরও পড়ুনঃ Jhargram News: পান্তাভাত আর লোকসংস্কৃতির টানে পর্যটকদের ঢল ঝাড়গ্রামে

সূত্রের খবর শুক্রবার সন্ধ্যায় নিউটাউনে নিজের বাসভবন থেকেই জীবনের নতুন ইনিংস শুরু করবেন বিজেপি নেতা। কোনও অনুষ্ঠান নয় দুই পরিবারের কাছের মানুষের উপস্থিতিতে হবে বিয়ে। যে বিজেপি নিতাকে নিয়ে রাজনৈতিক মহলের অন্দরে চর্চার ইতি নেই সেই তিনই এবার তাঁকে নিয়ে চর্চার রসদ জোগালেন। বিজেপি নেতার বিয়েই এখন সকলের কাছে হট টপিক। খবর সামনে আসার পরেই অনেকেই নতুন জীবনের জন্য শুভেচ্ছা জানিয়েছেন। তবে এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে দিলীপ ঘোষের (Dilip Ghosh) বাড়িতে শুক্রবার আর কোনও বিজেপি নেতাকে দেখা যাবে কিনা। যদিও এই বিষয় দিলীপ ঘোষের কাছ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT