BJP President : এপ্রিল মাসের শেষেই হতে পারে বিজেপি সভাপতি নির্বাচন, দৌড়ে এগিয়ে কে?

breakingnews দেশ রাজনীতি

নিউজ পোল ব্যুরোঃ জেপি নাড্ডার (JP Nadda) উত্তরসূরি হবেন কে? এই প্রশ্ন রাজনৈতিক মহলের অন্দরে বহুদিন ধরেই ঘুরপাক খাচ্ছে। কবে হবে সর্বভারতীয় সভাপতি (BJP President) নির্বাচন এই চর্চার আবহেই মিলছে খবর। বিজেপি নতুন সভাপতি পেতে চলেছে এপ্রিল মাসের শেষেই। এমনটাই সূত্রের খবর। সভাপতি হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী মনোহরলাল খাট্টার (Manohar Lal Khattar)। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) কাছের বন্ধু হিসেবেই পরিচিত। সূত্র আরও জানা গিয়েছে যে, সভাপতি নির্বাচনের পরেই মন্ত্রিসভা সম্প্রসারণ-সহ দলে রদবদল করা হতে পারে।

বিজেপি সভাপতি হওয়ার দৌড়ে কেন্দ্রীয় মন্ত্রী মনোহরলাল খট্টর এগিয়ে থাকলেও এই তালিকায় রয়েছেন ধর্মেন্দ্র প্রধান এবং ভূপেন্দ্র যাদবের নাম। সূত্র জানিয়েছে, আগামী সপ্তাহের কোনও এক সময় বিজেপি এই বিষয়ে আরএসএসের মতামত জানতে চাইবে। বিজেপি চলতি সপ্তাহের মধ্যে রাজ্য ইউনিটগুলির পুনর্গঠন সম্পন্ন করবে বলে আশা করা হচ্ছে। মনোহরলাল খট্টর বিদ্যুৎ ও নগরোন্নয়ন মন্ত্রী। এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো, খট্টর ও মোদী আরএসএসের প্রচারক হিসেবে দীর্ঘ দিন ধরে কাজ করেছেন। দুই বন্ধু মিলে এক সময়ে প্রচারের জন্য সাইকেল ও বাইকে ঘুরে বেড়াতেন। খট্টর আরএসএসের ঘনিষ্ঠও।

আরও পড়ুনঃ Dilip Ghosh: মায়ের কথায় বিয়ের পিঁড়িতে দিলীপ!

সূত্রের খবর বিজেপি সভাপতির (BJP President) নাম ঘোষণার আগে দল ৪-৫ জন নতুন রাজ্য সভাপতির নাম ঘোষণা করতে পারে। বিজেপি আগামী সপ্তাহে নতুন বিজেপি সভাপতির নির্বাচন প্রক্রিয়ার জন্য একটি বিজ্ঞপ্তি জারি করতে পারে। এর পরে একটি মনোনয়ন প্রক্রিয়া শুরু হবে এবং বিজেপি সভাপতির নাম ঘোষণা করা হবে কারণ এই নির্বাচনে কোনও রকম প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই সর্বসম্মত সিদ্ধান্ত নেওয়া হয়। যদি কোনও কেন্দ্রীয় মন্ত্রীকে, প্রত্যাশিতভাবে, পরবর্তী বিজেপি প্রধান হিসাবে নির্বাচিত করা হয়, তবে এটি মন্ত্রিসভায় আরেকটি শূন্যস্থান তৈরি করবে, যার ফলে মন্ত্রিসভা সম্প্রসারণ বা রদবদলের প্রয়োজন হবে। এনসিপি, শিবসেনা এবং বিহারের জোট সঙ্গীর মতো এনডিএ-র গুরুত্বপূর্ণ অংশীদারদের নতুন মুখগুলিকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হতে পারে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT