Friday Astrology: এই ৫ রাশি পাবেন লক্ষ্মীর আশীর্বাদ

রাশিফল

নিউজ পোল ব্যুরো: ১৮ এপ্রিল শুক্রবার, চাঁদ বৃশ্চিক রাশি ত্যাগ করে ধনু রাশিতে প্রবেশ করবে। বৈদিক পঞ্জিকা অনুসারে এই দিনটি বৈশাখ মাসের কৃষ্ণা পক্ষের পঞ্চমী তিথিতে পড়েছে। জ্যোতিষ মতে, কালকের দিনে ‘পরিঘ যোগ’ এবং ‘শিব যোগ’-এর প্রভাব লক্ষ্য করা যাবে। পাশাপাশি থাকবে জ্যেষ্ঠা ও মূল নক্ষত্রের সংযোগ। এই সব জ্যোতিষীয় অবস্থান কালকের দিনটিকে করে তুলছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও শুভপ্রদ।হিন্দু ধর্মমতে, শুক্রবার দেবী লক্ষ্মীর বিশেষ দিন। এই দিন কিছু রাশির জাতকদের ভাগ্যে খুলে যেতে পারে উন্নতির নতুন দরজা। জেনে নিন কোন রাশির জাতকদের জন্য আগামীকাল সৌভাগ্য বয়ে আনতে চলেছে।

আরও পড়ুন: Thursday Astrology: প্রেমের ভুল বোঝাবুঝি? আজই হবে সমাধান!

মেষ রাশি: মেষ রাশির জাতকদের জন্য আগামীকাল অত্যন্ত ফলপ্রসূ দিন হতে চলেছে। মন থাকবে আশাবাদী ও সৃষ্টিশীল চিন্তায় ভরপুর। নতুন কোনও উদ্যোগ নেওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। নিজের পরিশ্রম ও পরিকল্পনার মাধ্যমে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করতে পারবেন। আর্থিক দিক থেকেও লাভবান হবেন। পেশাগত উন্নতির দ্বার উন্মুক্ত হতে পারে।

মিথুন রাশি: মিথুন রাশির জাতকদের জন্য শুক্রবারের দিনটি হবে চ্যালেঞ্জ মোকাবিলা করে সাফল্য অর্জনের। কর্মক্ষেত্রে বড় সুযোগ আসতে পারে, যা কেরিয়ারে এগিয়ে নিয়ে যাবে। আত্মবিশ্বাস ও ইচ্ছাশক্তির জোরে যেকোনো সমস্যার সমাধান করতে পারবেন। পারিবারিক ও পেশাগত জীবনে ভারসাম্য বজায় থাকবে।

সিংহ রাশি: সিংহ রাশির জাতকদের জন্য ১৮ এপ্রিল একটি শুভ দিন। যারা ব্যবসার সঙ্গে যুক্ত, তাদের জন্য আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। বিনিয়োগে আগ্রহ বাড়বে। পরিঘ যোগের প্রভাবে ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন। কর্মস্থলে সহকর্মী ও ঊর্ধ্বতনদের সঙ্গে সুসম্পর্ক গড়ে উঠবে।

তুলা রাশি: তুলা রাশির জাতকরা এই দিনে আর্থিক দিক থেকে লাভবান হতে পারেন। স্থাবর কিংবা অস্থাবর সম্পত্তি লাভের ইঙ্গিত আছে। পুরোনো কোনো পাওনা অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনাও রয়েছে। আত্মীয়-স্বজনের কাছ থেকে ভালো কোনো খবর পেতে পারেন। কেরিয়ার সংক্রান্ত ভালো প্রস্তাব আসতে পারে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

মকর রাশি: মকর রাশির জন্য আগামীকাল অত্যন্ত শুভ। শিব যোগের প্রভাবে হঠাৎ করে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। পূর্বপুরুষদের সম্পত্তি লাভের সম্ভাবনাও রয়েছে। কর্মক্ষেত্রে সুখবর আসতে পারে। শরীরিক সুস্থতায় উন্নতি হবে। যাঁরা রাজনীতির সঙ্গে যুক্ত, তাঁদের জন্য বড় দায়িত্ব বা পদ লাভের সুযোগ আসতে পারে।