Modi-Musk: ভারতে টেসলা? মোদি-মাস্ক ফোনে ইঙ্গিত গুরুত্বপূর্ণ পরিবর্তনের!

দেশ

নিউজ পোল ব্যুরো: সম্প্রতি টেসলা এবং স্পেসএক্স-এর প্রধান এলন মাস্কের (Elon Musk) সঙ্গে ফোনে (Modi-Musk) কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এই আলোচনায় প্রযুক্তি, উদ্ভাবন এবং দুই দেশের মধ্যে সম্ভাব্য সহযোগিতা নিয়ে বিস্তৃত আলোচনা হয়। মোদি নিজেই সমাজমাধ্যমে এই ফোনালাপের কথা জানান। যা ঘিরে রাজনৈতিক ও অর্থনৈতিক মহলে বেশ চাঞ্চল্য তৈরি হয়েছে। অনেকে মনে করছেন, এতে টেসলার মতো বিশ্বখ্যাত প্রযুক্তি সংস্থার ভারতের বাজারে প্রবেশ আরও সহজ হবে।

আরও পড়ুন: Donald Trump: মার্কিন নৌবাহিনী চীনের সীমানায়

প্রসঙ্গত, ২০২৫ সালের শুরুতে আমেরিকা (America) সফরের সময় ওয়াশিংটনে এলন মাস্কের (Elon Musk) সঙ্গে সরাসরি বৈঠক (Modi Musk) করেছিলেন মোদি। সেই আলোচনার সূত্র ধরেই ফোনালাপটি হয় বলে জানা গেছে। মোদির (Narendra Modi) পোস্টে বলা হয়েছে, “আমরা প্রযুক্তি এবং উদ্ভাবনের খাতে দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। আগের আলোচনার বিষয়গুলিও উঠে এসেছে ফোনে।”

ভারত ও আমেরিকার (India-US Relationship) মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় করতে বিগত কয়েক বছর ধরেই উদ্যোগ নিচ্ছে মোদি সরকার। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) দ্বিতীয় বার প্রেসিডেন্ট হওয়ার পর দুই দেশের মধ্যে কূটনৈতিক এবং বাণিজ্যিক যোগাযোগ আরও ঘনিষ্ঠ হয়েছে। তবে, ট্রাম্প (Donald Trump) প্রশাসনের আমদানি শুল্ক নীতির কারণে ভারতকেও চাপে পড়তে হয়। ২০১৯ সালের এপ্রিল মাসে ট্রাম্প ঘোষণা করেন, যেসব দেশ আমেরিকার (America) পণ্যের ওপর শুল্ক আরোপ করবে, আমেরিকাও সেসব দেশের পণ্যে পাল্টা শুল্ক চাপাবে। সেই তালিকায় ভারতের ওপর ২৬ শতাংশ শুল্ক আরোপ করা হয়, যদিও পরে এই সিদ্ধান্ত আংশিকভাবে স্থগিত করা হয়।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

এই পরিস্থিতির মধ্যেই চিন-আমেরিকা বাণিজ্যযুদ্ধ শুরু হলে, বেজিং নয়াদিল্লিকে পাশে চায়। কিন্তু ভারত সরকার সে বিষয়ে কোনও মন্তব্য করেনি।

এমন এক পটভূমিতে মোদি-মাস্কের (Modi-Musk) ফোনালাপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে যখন টেসলা ইতিমধ্যেই ভারতে বৈদ্যুতিন গাড়ি সংক্রান্ত নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে এবং সরকার শুল্ক হ্রাসের সিদ্ধান্ত নিয়েছে, তখন এই আলোচনা নতুন দিশা দেখাতে পারে ভারত-আমেরিকা প্রযুক্তি অংশীদারিত্বে।