নিউজ পোল ব্যুরো: ছাদনাতলায় বসতে চলেছেন বিজেপির বর্ষীয়ান নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)। বৃহস্পতিবার সন্ধ্যায় আচমকাই প্রকাশ্যে আসে এই খবর। সূত্র মারফত জানা গিয়েছে, পাত্রী রিঙ্কু মজুমদার বিজেপিরই (BJP Bengal) কর্মী। এই খবরে সিলমোহর দিয়েছে উভয় পক্ষই। শুক্রবার সন্ধ্যায় বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির নিউটাউনের বাড়িতে তাঁদের চার হাত এক হতে চলেছে বলে জানা গিয়েছে।
আরও পড়ুনঃ Dilip Ghosh: প্রেমের জোয়ারে ভাসছেন দিলীপ ঘোষ, বসছেন বিয়ের পিঁড়িতে
এদিকে দিলীপ যে বিয়ে তা জানেনই না তাঁর পরিবারের সদস্যরা। বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। এই খবর প্রকাশ্যে আসার পরই ঝাড়গ্রামে যোগাযোগ করা হয় তাঁর ভাই হীরক কুমার ঘোষের সঙ্গে। যিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে দাদার যে বিয়ে হচ্ছে তা তিনি বা তাঁদের পরিবারের কেউই জানেন না। বলেন, “দিলীপ ঘোষ আমার মেজদা। তবে তিনি যে বিয়ে করছেন তা কখনও জানাননি আমাদের।”

পাত্রীর নাম রিঙ্কু মজুমদার। বিজেপি করার সূত্রেই প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষের (Dilip Ghosh) সঙ্গে তাঁর আলাপ বলে জানা গিয়েছে। রিঙ্কু ডিভোর্সি। তাঁর একটি ২৫ বছরের পুত্রসন্তান রয়েছে। দিলীপ ঘোষের ভাই হীরক কুমার ঘোষ সাফ জানাচ্ছেন, এসব কিছুই তাঁরা জানেন না। যদিও পাশাপাশি এও জানিয়ে দিয়েছেন যে দাদার বিয়েতে তাঁর বা পরিবারের কারও বিন্দুমাত্র আপত্তি নেই।
নিউজ পোল বাংলা ইউটিউব চ্যানেলের লিংক: https://youtube.com/@newspolebangla?si=Ygy6shQubNhWstbr
ভাই হীরক ঘোষ নিজেই জানিয়েছেন, দিলীপ ঘোষের বয়স এই মুহূর্তে ৬৩। সেইদিক থেকে দেখলে বিয়েটা কি একটু দেরিতে হচ্ছে না? এই প্রশ্ন রাখা হলে হীরক ঘোষ বলেন, “তা তো নিশ্চয়ই। তবে বিয়েটা সত্যিই হচ্ছে কি হচ্ছে না, তা কী করে জানব?” যদিও পাশাপাশি তিনি এও জানান যে তাঁদের মা মাস দুয়েক আগে একবার মেজো ছেলের বিয়ে দেওয়ার কথা বলেছিলেন। এদিকে সূত্রের খবর, ইতিমধ্যেই দিলীপের নিউটাউনের বাড়িতে এসে পৌঁছেছেন তাঁর মা।