Abhishek Banerjee: “সত্যিকারের ভালবাসারই প্রমাণ”, দিলীপ-রিঙ্কুকে শুভেচ্ছা অভিষেকের

breakingnews কলকাতা রাজনীতি

নিউজ পোল ব্যুরোঃ শুক্রবার একেবারে সাদামাটা ভাবে বিয়ে করেছেন বিজেপির দাবাং নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh )। পাত্রী তাঁর দলেরই সহকর্মী রিঙ্কু মজুমদার। বিয়ের খবর প্রকাশ্যে আসার পর থেকেই দলের তো বটেই বিরোধী দলের বহু নেতাও বিজেপির প্রাক্তন সাংসদকে শুভেচ্ছা জানিয়েছেন। সদ্য বিয়ের (Just Marriad) পর এবার নব দম্পতিকে শুভেচ্ছা জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

শনিবার সকালে X হ্যান্ডেলে অভিষেক নতুন জীবনের জন্য শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, “নতুন জীবন সুন্দরভাবে শুরু করার জন্য দিলীপ ঘোষ ও রিঙ্কু মজুমদারকে আন্তরিক অভিনন্দন জানাই। ভালোবাসার নিজস্ব সময় ও লয় থাকে। আপনাদের একসঙ্গে পথচলা সেই সত্যিকারের ভালবাসারই প্রমাণ। আপনাদের জীবনে যেন আনন্দ, শান্তি ও সাহচর্যে চিরকাল স্থায়ী হয়। এই শুভকামনা রইল।” এর আগে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুনঃ Dilip Ghosh in Ecopark: “সারাজীবন হাঁটলেও ওদের প্রেম হবে না”, খোঁচা দিলীপের

শুধু অভিষেক (Abhishek Banerjee) নয়, এমনকি দিলীপ ও রিঙ্কুর জন্য উপহারও পাঠান। তৃণমূল, কংগ্রেসের বহু নেতাও জানান শুভেচ্ছা। এই প্রসঙ্গে উল্লেখ্য, বিয়ের পরের দিন অর্থাৎ আজ শনিবার দিলীপ ঘোষের জন্মদিন। বিশেষ দিনেই প্রতিদিনের মতই ইকোপার্কে চেনা ছন্দে ধরা দিয়েছেন দিলীপ ঘোষ। কেক কেটে পালন করেছেন জন্মদিন। ইকো পার্ক থেকেই স্ত্রীকে নিয়ে দিয়েছেন খোলাখুলি জবাব। নববধূ রিঙ্কু মজুমদারও (Rinku Majumdar) রাজনীতিতে সক্রিয় থাকবেন, এমনটাই জানিয়েছেন দিলীপ (Dilip Ghosh )। মজার ছলে বললেন, “ও মর্নিং ওয়াক করেন না, বাড়িতেই আছেন। কেউ কেউ বলছে, নাকি হাঁটতে হাঁটতেই প্রেম হয়েছে! আমি বলি, যারা এসব বলছে, তারা সারাজীবন হাঁটলেও, তাদের প্রেম হবে না, বিয়েও না!” এদিন তাঁর অনুগামীদের ভিড়ে ভরে উঠেছিল পার্কের একাংশ। কেউ বাড়ি থেকে নিয়ে এসেছেন পায়েস, কেউ আবার এনেছেন কেক। তাঁদের প্রিয় নেতাকে অভিনন্দন জানাতে যেন কেউই পিছিয়ে নেই। রাজনীতিতে নিজের অবস্থান নিয়ে তিনি স্পষ্ট ভাষায় বলেন, “পরিস্থিতি বদলায়, কিন্তু আদর্শ বদলায় না। আমি আদর্শের রাজনীতি করি। আমার মিশন বদলাবে না। মানুষ তাকেই মনে রাখে, যে সময়ের সঙ্গে নিজের ধারা বদলায় না।”

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT