AI Art Exhibition: তুলির বদলে প্রযুক্তি, চিত্রে ভবিষ্যতের ছোঁয়া!

অফবিট কলকাতা শহর

দেবোপম সরকার, কলকাতা: নতুন যুগের নতুন ক্যানভাসে সল্টলেক (Saltlake) CF ব্লকে ১৮ই এপ্রিল ২০২৫-এ পর্দা উঠল “AI Art on Canvas: Summer Collection 2025”-এর (AI Art Exhibition)। প্রযুক্তি আর সৃজনশীলতার অনবদ্য মেলবন্ধনের এই প্রদর্শনী (AI Art Exhibition) এক ব্যতিক্রমী উদ্যোগ, যার মূল কারিগর প্রাক্তন আইএএস অফিসার এবং HIDCO-র প্রাক্তন চেয়ারম্যান দেবাশীষ সেন (Debashis Sen)। তিনি শুধুই প্রশাসনিক দায়িত্ব পালন করে থেমে থাকেননি বরং অবসরের পর নিজের শিল্পীসত্তাকে নতুন আঙ্গিকে তুলে ধরেছেন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা AI-কে হাতিয়ার করে।

আরও পড়ুন: Abhishek Banerjee: বাজেট বিরোধিতায় অভিষেক

প্রদর্শনীর উদ্বোধন করেন জনপ্রিয় রেডিও জকি জিমি ট্যাংরি, যিনি প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে আনুষ্ঠানিক সূচনা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনো ইন্ডিয়া গ্রুপের কর্ণধার সত্যম রায় চৌধুরী, লেখিকা ও অভিনেত্রী ঝর্ণা ভট্টাচার্য, অধ্যাপিকা উর্মিলা সেন, এবং শিল্প ও প্রযুক্তি জগতের বিশিষ্ট ব্যক্তিত্ব মনিশ কুমার হিস্বারিয়া।

দেবাশীষ সেনের পেশাগত জীবন অত্যন্ত গৌরবময়। কলকাতার মুখ্য নির্বাচনী আধিকারিক থেকে শুরু করে নিউটাউনের গঠন এবং ডিজিটাল (Digital) রূপান্তরে HIDCO-র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তবে এই প্রশাসনিক দায়িত্বের আড়ালে লুকিয়ে ছিল এক নিঃশব্দ শিল্পী। প্রযুক্তির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার সময় থেকেই তিনি বুঝতে পেরেছিলেন ভবিষ্যতের শিল্প হবে প্রযুক্তিনির্ভর, এবং সেখানেই AI হবে সবচেয়ে বড় হাতিয়ার।

২০২৪ সালে একাডেমি অফ ফাইন আর্টসে তাঁর প্রথম AI আর্ট এক্সিবিশনের (AI Art Exhibition) মাধ্যমে যে যাত্রা শুরু, তা আজ চতুর্থ প্রদর্শনীতে এসে পৌঁছেছে। এর আগে বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণ এবং ITC Sonar-এ তাঁর কাজ দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। এই এক্সিবিশনে মোট ২১টি AI-প্রসুত চিত্রকর্ম প্রদর্শিত হয়েছে, যেগুলো এমন নিখুঁতভাবে উপস্থাপিত যে না জানলে বোঝাই যায় না সেগুলি মানুষের তুলির বদলে প্রযুক্তির কল্পনাশক্তির ফসল।

অনুষ্ঠানে জিমি ট্যাংরি বলেন, “AI এখন আমাদের রেডিও স্টেশনেও ব্যবহার হচ্ছে, কিন্তু তার অপব্যবহার যেন না হয়, সেদিকেও খেয়াল রাখা দরকার।” অন্যদিকে সত্যম রায় চৌধুরী জানান, তিনি একটি ছবি সংগ্রহ করেছেন এবং জানান AI এখন শিক্ষা, স্বাস্থ্য, এবং হসপিটালিটি ম্যানেজমেন্ট-সহ বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগানো হচ্ছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

দেবাশীষ সেন বললেন, “প্রযুক্তি যেমন নতুন সুযোগ এনে দেয়, তেমনই কিছু আশঙ্কাও থাকে। কিন্তু মানুষের হাতেই থাকবে এর নিয়ন্ত্রণ। আমরা যদি এর ইতিবাচক দিকটা কাজে লাগাই, তবে আগামী ভবিষ্যৎ আরো সুন্দর হতে বাধ্য।”

এই প্রদর্শনী কেবল ছবি দেখা নয়! বরং প্রযুক্তি আর কল্পনার এক অভিনব যাত্রা। আর আগামী ৫ই জুন, বিশ্ব পরিবেশ দিবসে, তাঁর পঞ্চম এক্সিবিশন অনুষ্ঠিত হবে ইন্ডিয়ান মিউজিয়ামে, AI শিল্পের আরও বিস্ময় সঙ্গে নিয়ে।