নিউজ পোল ব্যুরোঃ জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার পাল্টা জবাব দিল ভারত। পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে কূটনৈতিক আক্রমণ ভারতের। সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে বসেছিল উচ্চ পর্যায়ের বৈঠক। সেখান থেকেই পাকিস্তানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল ভারত (India’s Strong Action against Pakistan)। সিন্ধু জল চুক্তি স্থগিত করেছে ভারত। সেই সঙ্গেই নিষিদ্ধ করা হয়েছে পাকিস্তানি নাগরিকদের ভারতে প্রবেশ।
পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলায় ২৬ জন পর্যটকের মৃত্যু হয়েছে। যা সাম্প্রতিক অতীতে জম্মু ও কাশ্মীরের সবচেয়ে ভয়াবহ হামলাগুলির মধ্যে একটি। গোটা দেশ ফুঁসছে ক্ষোভে। পহেলগাঁওতে হামলার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আয়োজিত নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকের পর সরকার কর্তৃক ঘোষিত পাঁচটি পদক্ষেপ নেওয়া হয়েছে।
ভারতের গৃহীত পাঁচটি পদক্ষেপ…
১৯৬০ সালে স্বাক্ষরিত একটি গুরুত্বপূর্ণ জলবণ্টন চুক্তি – সিন্ধু জল চুক্তি ( Indus Waters Treaty) – স্থগিত থাকবে যতক্ষণ না পাকিস্তান বিশ্বাসযোগ্যভাবে এবং অপরিবর্তনীয়ভাবে আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদের প্রতি তার সমর্থন প্রত্যাখ্যান করে।
বন্ধ করে দেওয়া হচ্ছে আটারি-ওয়াঘা চেকপোস্ট (Attari-Wagah checkpost )।
সার্ক ভিসা অব্যাহতি প্রকল্পের আওতায় পাকিস্তানি নাগরিকদের ভারতে ভ্রমণের অনুমতি দেওয়া হবে না। অতীতে পাকিস্তানি নাগরিকদের জন্য জারি করা যেকোনো SPES ভিসা বাতিল বলে গণ্য করা হবে। SPES ভিসার আওতায় ভারতে বর্তমানে বসবাসকারী যেকোনো পাকিস্তানি নাগরিকের ভারত ত্যাগের জন্য ৪৮ ঘন্টা সময় রয়েছে।
ভারত ইসলামাবাদে ভারতীয় হাইকমিশন থেকে তার প্রতিরক্ষা, নৌ এবং বিমান উপদেষ্টাদের প্রত্যাহার করবে। একইভাবে, দিল্লিতে পাকিস্তানি হাইকমিশনের প্রতিরক্ষা, সামরিক, নৌ এবং বিমান উপদেষ্টাদের অবাঞ্ছিত হিসেবে ঘোষণা করা হয়েছে। তাদের কাছে ভারত ত্যাগের জন্য এক সপ্তাহ সময় রয়েছে।
সংশ্লিষ্ট হাইকমিশনের সামগ্রিক সংখ্যা ৫৫ জন থেকে ৩০ জনে নামিয়ে আনা হবে ।
আরও পড়ুনঃ PM Modi’s Security Meet: কোন পথে বদলা? উচ্চ পর্যায়ের বৈঠকে মোদী
বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে বৈঠক হয়েছে প্রায় আড়াই ঘণ্টা। উপস্থিত আছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, বিদেশমন্ত্রী এস জয়শংকর, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। দীর্ঘ বৈঠক শেষে বিদেশ সচিব সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, পহেলগাম হামলার তীব্র প্রতিবাদে পাকিস্তানের বিরুদ্ধে ভারত বেশ কয়েকটি সিদ্ধান্ত (India’s Strong Action against Pakistan)নিয়েছে। সেগুলি জানিয়েছেন তিনি।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT