Kashmir : পেহেলগাঁও-এ হামলার পরেই অনুপ্রবেশের চেষ্টা, ২ সন্ত্রাসবাদীকে খতম করল সেনা

breakingnews দেশ

নিউজ পোল ব্যুরোঃ পুলওয়ামায় সেনাবাহিনীর উপর হামলার পর সবথেকে ভয়াবহ জঙ্গি হামলার ঘটনা ঘটেছে জম্মু-কাশ্মীরের (Kashmir) পেহেলগাঁওতে। নির্বিচারে বেছে বেছে হিন্দুদের নিধন করা হয়েছে। সন্ত্রাসবাদী হামলায় মৃত্যু হয়েছে ২৬ জন পর্যটকের। ঘটনার দায় স্বীকার করেছে পাকিস্তানের নিষিদ্ধ সন্ত্রাসবাদী গোষ্ঠী লস্করের শাখা। সেই সময়েই ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে সন্ত্রাসবাদীরা। জম্মু ও কাশ্মীরের বারামুল্লা জেলায় নিয়ন্ত্রণ রেখা (Loc) বরাবর নিরাপত্তা বাহিনী অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করল সেনাবাহিনী। খতম করা হয়েছে ২ জঙ্গিরা।

এক্স হ্যান্ডলে চিনার কর্পসের তরফে জানানো হয়েছে, “২৩ এপ্রিল প্রায় ২-৩ জন ইউআই জঙ্গি বারামুল্লার (উত্তর কাশ্মীরের) উরি নালার এলাকা সরজীবন দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করেছিল। সতর্ক সেনারা অনুপ্রবেশকারীদের চ্যালেঞ্জ করে এবং বাধা দেয়। শুরু হয় গুলির লড়াই।” সেই লড়াইয়ে ২ জন জঙ্গিকে খতম করা হয়েছে। সন্ত্রাসবাদিীদের কাছ থেকে প্রচুর পরিমাণে অস্ত্র, গোলাবারুদ এবং অন্যান্য যুদ্ধের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।”

আরও পড়ুনঃ Pahalgam attack : পহেলগাঁওয়ে জঙ্গি হামলা নিয়ে কড়া বার্তা মোদীর, কাশ্মীরে যাওয়ার নির্দেশ শাহকে

জম্মু ও কাশ্মীরের (Kashmir) সাম্প্রতিক সময়ের সবচেয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলায় পহেলগাঁওতে ২৬ পর্যটকদের উপর গুলি চালানোর ঘটনার হওয়ার কয়েক ঘন্টা পরে এই সংঘর্ষ শুরু হয়। জঙ্গি হামলায় নৌবাহিনীর একজন কর্মকর্তা এবং গোয়েন্দার একজন কর্মকর্তা নিহত হন। বাংলার ৩ জনের মৃত্যু হয়েছে। লস্করের শাখা গোষ্ঠী দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট নামে জঙ্গি সংগঠন নারকীয় হত্যার দায় স্বীকার করেছে । ঘটনা নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সন্ত্রাসবাদ দমনের কড়া বার্তা দিয়েছেন নমো। সৌদি সফর কাটছাঁট করে দেশে ফিরেই জরুরি বৈঠকে বসেছেন। পরিস্থিতি পর্যালোচনা করছেন মোদী। হামলার পরেই প্রধানমন্ত্রী বলেছেন, “এই জঘন্য কাজের পিছনে যারা আছে তাদের বিচারের আওতায় আনা হবে…তাদের রেহাই দেওয়া হবে না! তাদের দুষ্ট এজেন্ডা কখনও সফল হবে না। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করার আমাদের সংকল্প অটল এবং এটি আরও শক্তিশালী হবে।”

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT