নিউজ পোল ব্যুরো: কলকাতা এবং দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বৃষ্টির(Weather Report Alert) সম্ভাবনা একেবারেই কম। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী চার থেকে পাঁচ দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা (Weather Report Alert) উল্লেখযোগ্য হারে বাড়তে চলেছে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকায় তাপমাত্রা এক ধাক্কায় (Weather Report Alert ) চার থেকে ছ’ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। এর ফলে ফের ফিরে আসছে হাঁসফাঁস গরমের দিন।
আরও পড়ুন: weather forecast: সপ্তাহের শেষে বঙ্গে পশ্চিমী ঝঞ্ঝা!
চৈত্র মাসের মাঝামাঝি সময়েই দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের পরিস্থিতি দেখা গিয়েছিল। সাময়িক বৃষ্টিপাত কিছুটা স্বস্তি এনে দিলেও, এখন ফের তাপমাত্রা বাড়তে শুরু করেছে। এই মুহূর্তে কলকাতা (Kolkata) সহ আশপাশের অঞ্চলে দিনভর আর্দ্রতা-সহ গরমে অস্বস্তি বাড়ছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও বেশি, ফলে তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকলেও গরম বেশি অনুভূত হচ্ছে।আগামীকাল উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ার কয়েকটি জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি (Rain) হতে পারে। তবে এই জেলাগুলির মধ্যে বিশেষ করে মুর্শিদাবাদ ও নদিয়ায় আলাদা করে সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের বাকি অংশে আবহাওয়া মূলত শুকনো ও গরম থাকবে।
উত্তরবঙ্গে আগামীকালও (Tomorrow)বৃষ্টি চলবে। আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বজ্রপাত এবং ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে পূর্বাভাস। কলকাতায় আগামীকাল সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে প্রায় ২৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।
তবে গরমের অনুভূতি তাপমাত্রার চেয়েও বেশি থাকবে বলে মনে করা হচ্ছে।সামনে আরও কয়েক দিন দক্ষিণবঙ্গবাসীকে গরমের মধ্যেই দিন কাটাতে হবে, কারণ এখনই বৃষ্টির কোনও লক্ষণ নেই। অন্যদিকে উত্তরবঙ্গের মানুষ বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎ ও দমকা হাওয়ার জন্য প্রস্তুত থাকুন।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT