নিউজ পোল ব্যুরোঃ কাশ্মীরে উত্তাপের আবহে পাকিস্তান সেনার হাতে বন্দি বিএসএফ (BSF) জওয়ান। বুধবার বিকেলে পাঞ্জাবের ফিরোজপুর সেক্টরে ভুলবশত আন্তর্জাতিক সীমান্ত (IB) অতিক্রম করার পর এক BSF জওয়ানকে পাকিস্তান রেঞ্জার্স হেফাজতে নিয়েছে বলে সেনাবাহিনীর সূত্র জানিয়েছে।
বুধবার ১৮২তম বিএসএফ ব্যাটালিয়নের কনস্টেবল পিকে সিং নামে ওই জওয়ান ভারত-পাক সীমান্তের কাছে কৃষিজমির কাছে কর্তব্যরত ছিল। নিয়মিত নজরদারির সময় সময় পিকে সিং অসাবধানতাবশত ভারতীয় সীমান্ত পার করে পাকিস্তানি ভূখণ্ডে প্রবেশ করেন। তিনি ভারতীয় সিমান্ত পার করার পরেই পাকিস্তানি রেঞ্জার্সরা তাঁকে আটক করে। BSF সূত্রে জানা গিয়েছে, পিকে সিং নিজের ইউনিফর্ম পরে ছিলেন এবং তাঁর সঙ্গে ছিল সার্ভিস রাইফেল। ছায়ায় বিশ্রাম নিতে এগিয়ে গেলে পাকিস্তানি সেনারা তাকে আটক করে। জানা গিয়েছে আটক বিএসএফ জওয়ান পশ্চিমবঙ্গের হুগলির বাসিন্দা।
আরও পড়ুনঃ Indian Navy : নিজেদের নৌশক্তি প্রদর্শন করল ভারত, তাহলে কি পাকিস্তানের উপর প্রত্যাঘাত শুরু?
পিকে সিংকে আটকের পর, ভারতীয় সেনাবাহিনী এবং পাকিস্তান রেঞ্জার্স উভয়ের কর্মকর্তারা বিষয়টি সমাধানের জন্য এবং সৈনিকের মুক্তি নিশ্চিত করার জন্য ফ্ল্যাগ বৈঠক শুরু করেছে। বিএসএফ জওয়ানকে ফেরাতে বর্তমানে আলোচনা চলছে। সূত্র জানিয়েছে ধৃত জওয়ানকে এখনও ভারতে ফেরত পাঠানো হয়নি। ভারত সরকার তাঁকে নিরাপদ এবং দ্রুত প্রত্যাবর্তন নিশ্চিত করার জন্য প্রচেষ্টা চালাচ্ছে। উভয় পক্ষ থেকেই আটক ব্যক্তিদের সাধারণত প্রক্রিয়াগত বৈঠকের পরে দেশে ফিরিয়ে আনা হয়। তবে, জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওতে সাম্প্রতিক জঙ্গি হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যে টানাপোড়েন তৈরি হয়েছে। এই আবহে BSF জওয়ানকে ফেরত পাঠাতে পাকিস্তানের দিক থেকে সমস্যা করা হতে পারে বলে মনে করছে ওয়াকিবহল মহল।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT