Gautam Gambhir: পহেলগাঁও হামলার প্রতিবাদ করায় খুনের হুমকি গম্ভীরকে

breakingnews ক্রিকেট ক্রীড়া দেশ

নিউজ পোল ব্যুরো: পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনায় স্তম্ভিত গোটা দেশ। দেশের প্রতিটি কোণায় উঠেছে নিন্দার ঝড়। আসমুদ্র হিমাচলের এই মুহূর্তে দাবি শুধু একটিই। বদলা চাই। এদিকে এরই মধ্যে পহেলগাঁওয়ের (Pahalgam) ঘটনার প্রতিবাদ করে খুনের হুমকি পেলেন ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) হেড কোচ (Head Coach) গৌতম গম্ভীর (Gautam Gambhir)। বৃহস্পতিবার যে খবর সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ক্রিকেট মহলে।

আরও পড়ুনঃ Pahalgam : পহেলগাঁও হামলা নিয়ে মুখ খুলল বাংলাদেশ, কী বলছেন ইউনূস?

সূত্রের খবর, গুরু গম্ভীরকে (Gautam Gambhir) খুনের হুমকি দিয়েছে জঙ্গি সংগঠন ‘আইসিস কাশ্মীর’ (ISIS Kashmir)। ইমেইল মারফত দুটি বার্তা দেওয়া হয়েছে ভারতীয় দলের কোচকে। দুটি বার্তাতেই লেখা ছিল, ‘আই কিল ইউ’। অর্থাৎ ‘আমি তোমাকে মেরে ফেলব।’ দ্বিতীয়বার হুমকি পেতেই তৎক্ষণাৎ পুলিশের কাছে গিয়ে অভিযোগ দায়ের করেন ভারতীয় দলের হেড কোচ।

পহেলগাঁওয়ের ঘটনার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পাশাপাশি কোচ গম্ভীরও (Gautam Gambhir) সোশ্যাল মিডিয়ায় নিন্দা জানিয়ে লেখেন, “এই কাজের জন্য যারা দায়ী, তাদের এর মূল্য চোকাতে হবে। পাল্টা আঘাত হানবে ভারত।” এরই সঙ্গে নিহতদের পরিবারের উদ্দেশ্যে সমবেদনাও জানিয়েছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। এরপরই হুমকি পান তিনি। ‌জানা যাচ্ছে, প্রথম ইমেলটি তিনি পান দুপুরে। এরপর দ্বিতীয় ইমেইল পান বিকেলে।

নিউজ পোল বাংলা ইউটিউব চ্যানেলের লিংক: https://youtube.com/@newspolebangla?si=Ygy6shQubNhWstbr

ইমেইলদুটি পেয়ে গম্ভীর দিল্লির রাজেন্দ্র নগর থানায় অভিযোগ জানিয়েছেন বলে জানা গিয়েছে। পাশাপাশি মধ্য দিল্লির ডিসিপিকে গোটা ঘটনার কথা জানিয়ে তিনি যাতে তাঁর পরিবার নিরাপদে এবং সুরক্ষিত থাকে তার জন্য পুলিশকে দ্রুত ব্যবস্থা নিতে অনুরোধ করেছেন। গম্ভীরের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। ওই ইমেইল কোথা থেকে কে বা কারা পাঠিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। উল্লেখ্য, এর আগে গত ২০২১ সালেও খুনের হুমকি পেয়েছিলেন গম্ভীর। তখন অবশ্য তিনি বিজেপির সাংসদ ছিলেন।