Digital Strike Pakistan: সোশ্যাল মিডিয়া সার্জিক্যাল স্ট্রাইক! পাকিস্তানকে ব্লক করল ভারত

দেশ

নিউজ পোল ব্যুরো: পহেলগাঁওয়ে জঙ্গি হামলার (Pahalgam Attack) পর থেকে দক্ষিণ এশিয়ার কূটনৈতিক আবহ যেন আরও জটিল হয়ে উঠেছে। হামলার দায় ভারত সরাসরি পাকিস্তানের (Pakistan) দিকে ঠেলে দিয়েছে। আর তার জবাবে শুধু সামরিক বা কূটনৈতিক নয়, এবার একধরনের “ডিজিটাল স্ট্রাইক” (Digital Strike Pakistan) চালাল নয়াদিল্লি (Delhi)। পাকিস্তান সরকারের এক্স (পূর্বতন টুইটার) হ্যান্ডেল ভারতে নিষিদ্ধ করা হয়েছে। কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রকের নির্দেশে ভারতে বসে আর দেখা যাবে না পাকিস্তান সরকারের সেই সরকারি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট (Digital Strike Pakistan)।

আরও পড়ুন: Pahalgam : পহেলগাঁও হামলা নিয়ে মুখ খুলল বাংলাদেশ, কী বলছেন ইউনূস?

এই পদক্ষেপ নিছক প্রযুক্তিগত (Pahalgam Attack) কোনও ঘটনা নয়, এর গভীরে রয়েছে এক সুপরিকল্পিত বার্তা। এক্স হ্যান্ডেলের (X handle) মাধ্যমে প্রতিটি রাষ্ট্রই তাদের সরকারি অবস্থান, আন্তর্জাতিক ইস্যুতে দৃষ্টিভঙ্গি, বা নীতি প্রচার করে। সেই প্ল্যাটফর্মকেই যখন বন্ধ করে দেওয়া হয় তখন তা প্রতীকী নয়। একেবারে কার্যকর কূটনৈতিক বার্তা। একে অনেকেই বলছেন ‘সাইবার সার্জিক্যাল স্ট্রাইক’ (Cyber Surgical Strike)।

এই নিষেধাজ্ঞা একটি বড় পদক্ষেপের অংশ। এর আগেই নয়াদিল্লি (Delhi) একাধিক কড়া সিদ্ধান্ত নিয়েছে। সিন্ধু জলবণ্টনচুক্তি স্থগিত, আটারি সীমান্ত বন্ধ, পাকিস্তানিদের ভিসা বাতিল এবং ভারতে অবস্থানকারী পাকিস্তানি নাগরিকদের ৪৮ ঘণ্টার মধ্যে দেশত্যাগের নির্দেশ। এমনকি দুই দেশের হাই কমিশন থেকে সামরিক পরামর্শদাতাদের সরিয়ে নেওয়া এবং তাদের ‘পারসোনা নন গ্রাটা’ ঘোষণা করাও সেই দিকেই ইঙ্গিত করে।

বুধবার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে উচ্চ পর্যায়ের নিরাপত্তা বৈঠকে এইসব পদক্ষেপ (Digital Strike Pakistan) চূড়ান্ত হয়। বৈঠক শেষে বিদেশ সচিব বিক্রম মিস্রি জানান, যতদিন না সীমান্ত-সন্ত্রাস (Pahalgam Attack) বন্ধ হচ্ছে, ততদিন সিন্ধু চুক্তি কার্যকর থাকবে না।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

সব মিলিয়ে নয়াদিল্লি কূটনৈতিক কৌশলে পাকিস্তানকে চাপে রাখতে এবার প্রযুক্তিকেও হাতিয়ার করল। এই পদক্ষেপ ভবিষ্যতের জন্য এক নতুন নজির। যেখানে রাজনৈতিক প্রতিরোধের ভাষা হিসেবে ডিজিটাল মাধ্যমও হয়ে উঠছে এক প্রবল অস্ত্র। পাকিস্তানের (Pakistan) জন্য এ এক অনন্য কূটনৈতিক ও মনস্তাত্ত্বিক বার্তা। ভারত শুধু মাঠে নয়, স্ক্রিনেও প্রস্তুত পাল্টা আঘাত হানতে।