নিউজ পোল ব্যুরো: উত্তেজনার পারদ চড়ছে! সিন্ধু জলচুক্তি বাতিলের পালটা জবাব দিল পাকিস্তান (Pakistan)। ভারত যখন সিন্ধু জলচুক্তি বাতিলের ঘোষণা করে আন্তর্জাতিক মহলের নজর কাড়ছে, তখন পাকিস্তানও (Pakistan) চুপ করে বসে থাকেনি। বৃহস্পতিবার (Thursday) ইসলামাবাদের (Islamabad) তরফে কড়া বার্তা দিয়ে জানানো হয়েছে ভারতের সঙ্গে সমস্ত রকম দ্বিপাক্ষিক বাণিজ্য (Bilateral trade) বন্ধ করা হচ্ছে। শুধু তাই নয়, পাকিস্তানের (Pakistan) আকাশপথে আর প্রবেশ করতে পারবে না কোনও ভারতীয় বিমান। পাশাপাশি, ভারতীয় নাগরিকদের দেওয়া সমস্ত ভিসাও (Visa) বাতিল করা হয়েছে। তবে শিখ ধর্মাবলম্বী পুণ্যার্থীদের জন্য কিছুটা ছাড়ের পথ রাখছে পাকিস্তান সরকার।
আরও পড়ুন: Pahalgam Attack: জঙ্গিদের গোপন পথপ্রদর্শক! কী বলছে তদন্ত?
ঘটনার সূত্রপাত জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে (Pahalgam) পর্যটকদের উপর হামলার পর। এরপরেই নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) বাসভবনে তড়িঘড়ি বসে নিরাপত্তা সংক্রান্ত ক্যাবিনেট কমিটি। প্রায় আড়াই ঘণ্টার সেই বৈঠকের পর, বিদেশসচিব বিক্রম মিশ্রী জানান, ভারত সিন্ধু জলচুক্তি বাতিল করছে এবং ওয়াঘা-আটারি সীমান্ত অবিলম্বে বন্ধ করা হবে।
ভারতের সিদ্ধান্ত অনুযায়ী, পাকিস্তানের নাগরিকদের ভিসা বাতিল করা হবে এবং বর্তমানে যারা ভারতে অবস্থান করছেন, তাদের ৪৮ ঘণ্টার মধ্যে দেশত্যাগ করতে হবে। একই সঙ্গে, দুই দেশের হাই কমিশন থেকেও সামরিক উপদেষ্টাদের প্রত্যাহার করে নেওয়া হবে বলে জানানো হয়।উত্তর-পশ্চিম উপমহাদেশে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের এই পালটা পদক্ষেপে ফের একবার শান্তিপ্রক্রিয়ার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছে আন্তর্জাতিক মহলে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
ভারতের সিন্ধু জলচুক্তি বাতিলের সিদ্ধান্তকে কেন্দ্র করে বৃহস্পতিবার জরুরি বৈঠকে বসেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। জাতীয় নিরাপত্তা কমিটির সঙ্গে দীর্ঘ আলোচনা শেষে ইসলামাবাদও নেয় একের পর এক কড়া সিদ্ধান্ত। ভারতের পদাঙ্ক অনুসরণ করে বন্ধ করে দেওয়া হয়েছে ওয়াঘা সীমান্ত। ভারতীয় নাগরিকদের জন্য ভিসা বাতিল করা হয়েছে, এবং দুই দেশের হাই কমিশন থেকে কূটনৈতিক কর্মীদের প্রত্যাহার করার কথাও জানানো হয়েছে।
তবে সামান্য একটি মানবিক দিক রেখেছে পাকিস্তান। ভারত থেকে যাওয়া শিখ তীর্থযাত্রীদের জন্য বিশেষ ছাড় থাকবে বলে জানানো হয়েছে। ইসলামাবাদের আরও ঘোষণা, শুধু সরাসরি নয়, তৃতীয় দেশের মাধ্যমেও ভারত-পাকিস্তান বাণিজ্য বন্ধ থাকবে। ভারতীয় সংস্থা পরিচালিত বা ভারত-নিয়ন্ত্রিত কোনও উড়ান পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করতে পারবে না।
সবচেয়ে তাৎপর্যপূর্ণভাবে, পাকিস্তান সিন্ধু জলচুক্তি বাতিলকে কার্যত ‘যুদ্ধ ঘোষণার’ সমতুল্য বলে উল্লেখ করেছে। ইসলামাবাদের অভিযোগ—পহেলগাঁও হামলার দায় পাকিস্তানের ঘাড়ে চাপিয়ে ভারত রাজনৈতিকভাবে লাভবান হওয়ার চেষ্টা করছে, যা তারা ‘সংকীর্ণ স্বার্থসিদ্ধির কৌশল’ বলে আখ্যা দিয়েছে।