নিউজ পোল ব্যুরোঃ মুম্বই হামালার পর মঙ্গলবার কাশ্মীরে মাটিতে হয়ে গিয়েছে ভয়াবহ জঙ্গি হামলা। তাতে প্রাণ হারিয়েছেন ২৬ জন নিরীহ পর্যটক। তার পরেই পাকিস্তানকে ভাতে মেরেছে ভারত। সিন্ধু জল চুক্তি বন্ধ সহ নিষিদ্ধ করা হয়েছে পাক নাগরিকদের ভারতে প্রবেশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও স্পষ্ট বার্তা দিয়েছেন সন্ত্রাসবাদীদের ও তাদের আশ্রয়দাতাদের খুঁজে বের করে মারবে ভারত। প্রধানমন্ত্রী সেই বার্তার পরেই নৌ মহড়া চলাকালীন আরব সাগরে ক্ষেপণাস্ত্রের (missile ) সফল উৎক্ষেপণ করল ভারতীয় নৌসেনা (Indian Navy)। এই ঘটনায় ভারতীয় নৌসেনা পাকিস্তানকে কড়া বার্তা দিল বলেই মনে করছে ওয়াকিবহল মহল।
ভারতীয় নৌবাহিনীর সর্বশেষ দেশীয় গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার আইএনএস সুরাত (INS Surat) বৃহস্পতিবার সমুদ্রে স্কিমিং টার্গেটের নির্ভুল সহযোগিতামূলক অভিযান সফলভাবে সম্পন্ন করেছে। এই উৎক্ষেপণ নৌবাহিনীর প্রতিরক্ষা ক্ষমতা জোরদার করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এদিন পরপর মিসাইল ফায়ার করা আইএনএস সুরাত থেকে। সফল উৎক্ষেপণের ভিডিও ভারতীয় নৌবাহিনী এক্স হ্যান্ডেলে পোস্ট করেছে। কম রেঞ্জের মিশাইল ছুড়েছে ভারত। নৌবাহিনী জানিয়েছে, “এই মাইলফলকটি ভারতের সামুদ্রিক স্বার্থ রক্ষায় ভারতীয় নৌবাহিনীর অটল প্রতিশ্রুতি এবং আত্মনির্ভর ভারতের প্রতি তাদের নিষ্ঠার প্রমাণ।”
আরও পড়ুনঃ PM Modi’s Promises : “এমন শাস্তি দেব যে ওরা কল্পনাও করতে পারবে না”, প্রকাশ্য সমাবেশে হুংকার মোদীর
এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো ভারতকে আরব সাগরে নিজেদের শক্তি দেখাতে পাকিস্তান মহড়া প্রথম শুরু করেছিল। বোঝাতে চেয়েছিল তাদের ক্ষমতা। কিন্তু ভারত উল্টে পাকিস্তানকে কড়া বার্তা দিল স্থল, জল বা আকাশ কোনও পথেই হামলা চালালে ছেড়ে কথা বলা হবে না। সেই প্রমাণই দিল ভারতীয় নৌসেনা (Indian Navy)। ইতিমধ্যেই ভারতীয় সেনা বার্তা দিয়েছে তারা সমস্ত রকম পরিস্থিতির জন্য প্রস্তুত। এমনকি প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন খুব শীঘ্র জবাব দেওয়া হবে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT