নিউজ পোল ব্যুরো: সল্টলেকে (Saltlake News) এক প্রবাসীর বাড়িতে দুঃসাহসিক চুরি। কোটি টাকা ও খোয়া গেল লক্ষাধিক টাকার গয়না। তদন্তে বিধান নগর দক্ষিণ থানার পুলিশ। সল্টলেকের (Saltlake News) জিসি ব্লকের (Saltlake GC Block) ১৮৪ নম্বর বাড়িতে বৃহস্পতিবার (Thursday) গভীর রাতে ঘটে এই কাণ্ড।
আরও পড়ুন: Dilip Ghosh: জয় শ্রী রাম শুনে বুক কাঁপলে ঘরে থাকুন: দিলীপ
সূত্রের খবর, বাড়ির মালিক নমিতা বন্দ্যোপাধ্যায় পেশায় অধ্যাপক। বর্তমানে আমেরিকায় (America) থাকেন। তার কলকাতার বাড়ির নিচতলাটি একটি অফিসকে ভাড়ায় দেওয়া হয়েছে। তবে এই সুবিধাই হয়ে দাঁড়ায় চোরেদের কাছে প্রবেশের পথ। স্থানীয় সূত্রে খবর, প্রথমে গেটের তালা ভেঙে নিচতলার অফিস ঘরে প্রবেশ করে চোরেরা। তারপর সেখান থেকেই উপরের মূল বাড়িতে উঠে আসে তারা।
সোনার গয়না এবং নগদ টাকা মিলিয়ে মালিকের দাবি, প্রায় দেড় কোটি টাকার সম্পদ খোয়া গেছে। চুরি এতটাই নিখুঁতভাবে হয়েছে যে আশেপাশের কেউ টেরই পাননি।
ঘটনার খবর পেয়ে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ, সিসিটিভি ফুটেজ (CCTV Footage) খতিয়ে দেখা, আশপাশের মানুষদের জিজ্ঞাসাবাদ সব দিক থেকেই পুলিশ তদন্তে নেমেছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
এত বড় চুরির ঘটনা সল্টলেকের (Saltlake News) মতো রক্ষণশীল আবাসনে সচরাচর দেখা যায় না। প্রবাসে থাকা মানুষদের সম্পত্তির নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ইতিমধ্যেই। এখন দেখার, তদন্ত কোন দিকে মোড় নেয় এবং অপরাধীরা শেষ পর্যন্ত ধরা পড়ে কি না।