Weather Report: দক্ষিণবঙ্গে তাপপ্রবাহে জারি কমলা ও হলুদ সতর্কতা

আবহাওয়া

নিউজ পোল ব্যুরো: বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের (Weather Report)একাধিক জেলায় পারদ ছুঁয়েছে ৪০ ডিগ্রি বা তার বেশি। স্বাভাবিকের চেয়ে প্রায় ৫ ডিগ্রি বেশি তাপমাত্রা রেকর্ড হয়েছে বিভিন্ন জেলায়। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস (Weather Report) অনুযায়ী, আগামী কয়েকদিন এই দহনের প্রভাব থেকে রেহাই নেই বাংলার।

বৃহস্পতিবার পশ্চিম বর্ধমান, বীরভূম ও বাঁকুড়া জেলায় জারি করা হয়েছে তাপপ্রবাহের কমলা (Weather Report) সতর্কতা। অন্যদিকে পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে জারি হয়েছে হলুদ সতর্কতা। এইসব অঞ্চলে দিনের বেলা গরমের তীব্রতা ছাড়াও, রাতেও উষ্ণতা থাকবে অস্বস্তিকর। তাপমাত্রার পাশাপাশি আর্দ্রতাজনিত অস্বস্তিও আরও বাড়াচ্ছে মানুষের ভোগান্তি।

আরও পড়ুন: Weather Update: তীব্র গরমে নাজেহাল শহর!

আবহাওয়া দফতর জানাচ্ছে, দক্ষিণবঙ্গের (South Bengal) প্রায় সব জেলাতেই গরমের পারদ থাকবে ৪০ ডিগ্রির কাছাকাছি বা তার বেশি। প্রবল গরমের কারণে সতর্ক থাকতে বলা হয়েছে শিশু, প্রবীণ ও অসুস্থ ব্যক্তিদের। বিশেষ করে দুপুর ১২টা থেকে বিকেল ৪টার মধ্যে বাইরে না বেরনোর পরামর্শ দিয়েছে স্বাস্থ্য দফতর। প্রচুর জল পান এবং হালকা খাবার খাওয়ার কথাও বলা হয়েছে।উত্তরবঙ্গের (North Bengal)দিকেও বাড়ছে গরমের প্রকোপ। মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর জেলায় আগামী তিন দিন দিনের তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে বলে জানানো হয়েছে। উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলিতে অবশ্য বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

শুক্রবার ও শনিবারও (Saturday)পরিস্থিতির খুব একটা পরিবর্তন হবে না। পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় জারি থাকবে হলুদ সতর্কতা। আর্দ্রতার কারণে গরম আরও অসহনীয় হয়ে উঠবে। তাপমাত্রা (Temperature)কিছুটা কমলেও, তাতে স্বস্তির কোনও ইঙ্গিত নেই।তাই পরবর্তী কয়েকদিন গরম থেকে রেহাই নেই বাংলার মানুষের। তাপপ্রবাহের এই দাপট সামলাতে প্রয়োজন সচেতনতা ও সতর্কতা। দুর্বল স্বাস্থ্যের মানুষদের জন্য এই সময় বিশেষভাবে বিপজ্জনক হতে পারে। প্রশাসন ও স্বাস্থ্য দফতরের (Health Department)পক্ষ থেকে জরুরি নির্দেশিকাও জারি করা হয়েছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT