Amit Shah: রাজ্য থেকে পাকিস্তানিদের উৎখাত করুন, মুখ্যমন্ত্রীদের কড়া নির্দেশ শাহের

breakingnews কলকাতা দেশ রাজ্য

নিউজ পোল ব্যুরো: পহেলগাঁওয়ের বৈসরনে জঙ্গি হামলা নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। মৃত্যু হয়েছে ২৬ জনের। পাক জঙ্গিদের বেছে বেছে নিরীহ হিন্দু পর্যটকদের উপর বর্বরোচিত হানার নিন্দা করেছে গোটা বিশ্ব। জঙ্গি হামলার পরই একাধিক বৈঠকে বসেছে মোদী সরকার, নেওয়া হয়েছে বহু গুরুত্বপূর্ণ পদক্ষেপ। পাকিস্তানকে ছেড়ে কথা বলবে না ভারত। প্রধানমন্ত্রী দিয়েছেন হুংকার। এবার রাজ্যের মুখ্যমন্ত্রীদের (Chief Minister) সঙ্গে কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। তিনি নির্দেশ দিয়েছেন রাজ্যে থাকা পাক নাগরিদের দেশে ফেরানোর।

শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় (MHA) পাকিস্তানি নাগরিকদের জন্য জারি করা সমস্ত ভিসা বাতিলের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের এই নির্দেশ দেওয়া হয়েছে। এই বৈঠকে, সমস্ত মুখ্যমন্ত্রীদের তাদের নিজ নিজ রাজ্যে থাকা সমস্ত পাকিস্তানি নাগরিকদের অবিলম্বে চিহ্নিত করতে এবং তাদের ভিসা বাতিল করার এবং তাদের দ্রুত প্রত্যাবর্তন নিশ্চিত করার জন্য পদক্ষেপ নিতে বলা হয়েছে। ইতিমধ্যেই উত্তরপ্রদেশ সরকার পাকিস্তান থেকে পর্যটক বা চিকিৎসা ভিসায় আসা ব্যক্তিদের অবিলম্বে ফেরত পাঠানোর নির্দেশ দিয়েছে। সেন্ট্রাল লখনউয়ের ডিসিপি জানিয়েছেন, “দীর্ঘমেয়াদী ভিসা প্রাপকদের জন্য কোনও নির্দেশনা জারি করা হয়নি। রাজ্যজুড়ে হোটেল এবং ধর্মশালাগুলিকে সেখানে অবস্থানরত ব্যক্তিদের পরিচয়পত্র পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করার নির্দেশ দেওয়া হয়েছে এবং যদি কোনও সন্দেহজনক তথ্য পাওয়া যায় তবে তাদের অবিলম্বে পুলিশকে জানানো দরকার।”

আরও পড়ুনঃ Support Terror Groups : সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলিকে সমর্থনের কথা স্বীকার পাক প্রতিরক্ষামন্ত্রীর

২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জনের প্রাণহানির কয়েকদিন পর অমিত শাহের (Amit Shah) এই বৈঠকটি হয়েছে। লস্কর-ই-তৈয়বার (LeT) শাখা সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (TRF) এই হামলার দায় স্বীকার করেছে। প্রধানমন্ত্রী মোদীও দিয়েছেন হুংকার। তিনি কড়া বার্তা দিয়ে বলেছেন, জঙ্গি হামলার উচিত শিক্ষা দেবে ভারত যা গোটা বিশ্ব মনে রাখবে। এমনকি প্রধানমন্ত্রী প্রকাশ্যে বলেছেন, খুঁজে খুঁজে মারা হবে সন্ত্রাসবাদীদের।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT