Mohan Bhagwat : ধর্ম-অধর্মের যুদ্ধ, পহেলগাঁও হামলা নিয়ে বড় বার্তা RSS প্রধানের

breakingnews দেশ

নিউজ পোল ব্যুরো: কাশ্মীরে ঘটে গিয়েছে ভয়ঙ্কর জঙ্গি হামলা। মৃত্যু হয়েছে ২৬ জনের। বেছে বেছে হিন্দুদের গুলি করে খুন করেছে পাক সমর্থিত জঙ্গি সংগঠন। বিশ্বজুড়ে উঠেছে ভারতের বুকে ঘটা ঘটনার নিন্দা। সেই ঘটনা নিয়ে এবার মুখ খুলেছেন RSS প্রধান মোহন ভাগবত (Mohan Bhagwat )। তিনি জম্মু ও কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসবাদী হামলার নিন্দা করেছেন।

সাম্প্রতিক সময়ে সবচেয়ে মারাত্মক ঘটনা হিসাবে চিহ্নিত এই হত্যাকাণ্ড সম্পর্কে বলতে গিয়ে, ভগবত জোর দিয়ে বলেন, “হিন্দুরা কখনও এমন কাজ করবে না । এই আক্রমণটি আমাদের মনে করিয়ে দেয় যে “ধর্ম এবং অধর্মের মধ্যে যুদ্ধ। মানুষকে তাদের ধর্ম সম্পর্কে জিজ্ঞাসা করার পরে হত্যা করা হয়েছিল।” একটি জনসভায় ভাষণ দেওয়ার সময় তিনি বলেছেন, “হিন্দুরা কখনও এমন কাজ করবে না। এটি আমাদের স্বভাব নয়। ঘৃণা এবং শত্রুতা আমাদের সংস্কৃতিতে নেই। তবে নীরবে ক্ষতি সহ্য করাও নয়।” আরএসএস প্রধান বলেছেন, “আমাদের হৃদয়ে ব্যথা আছে। আমরা ক্রোধিত। কিন্তু মন্দকে ধ্বংস করার জন্য শক্তি প্রদর্শন করতে হবে।” পৌরাণিক কাহিনীর উল্লেখ করে তিনি আরও বলেন, “রাবণ তার মন পরিবর্তন করতে অস্বীকৃতি জানান। আর কোন বিকল্প অবশিষ্ট ছিল না। রাম তাকে হত্যা করেছিলেন – তবে তাকে নিজেকে শোধারানোর সুযোগ দেওয়ার পরেই।”

আরও পড়ুনঃ Kashmir Terror Attack: পহেলগাঁও হত্যাকাণ্ড নিয়ে কেন্দ্রের সর্বদল বৈঠক, থাকছেন না প্রধানমন্ত্রী

শক্তিশালী এবং সকলে মনে রাখাবে এমন পদক্ষেপের আহ্বান জানিয়ে মোহন ভাগবত (Mohan Bhagwat ) বলেন , “আমরা একটি শক্তিশালী প্রতিক্রিয়া আশা করি। একজন সত্যিকারের অহিংস ব্যক্তিকেও শক্তিশালী হতে হবে। যদি শক্তি না থাকে, তবে কোনও বিকল্প নেই। কিন্তু যখন শক্তি থাকে, তখন প্রয়োজনের সময় তা দৃশ্যমান হওয়া উচিত।” জনসভা থেকে আরএসএস প্রধান আক্রমণের বিরুদ্ধে প্রতিরোধ হিসেবে সামাজিক ঐক্যের গুরুত্বের উপরও জোর দেন। বলেন, “আমরা যদি ঐক্যবদ্ধ হই, তাহলে কেউ আমাদের দিকে খারাপ উদ্দেশ্য নিয়ে তাকানোর সাহস করবে না। আর যদি কেউ তা করে, তাহলে তাদের চোখ ভেঙে ফেলা হবে।” ধর্ম জেনে খুনের ঘটনায় নিন্দায় সরব হয়েছে গোটা বিশ্ব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যারা এই কাজ করেছেন তাদের কোমর ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে। এমন শাস্তি দেওয়া হবে যা গোটা বিশ্ব মনে রাখবে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT