Pahalgam Attack: ছেলের শেষ কথা শুনেই আঁচ করেছিলেন মা?

দেশ

নিউজ পোল ব্যুরো: জীবন কখনও কখনও এমন নিষ্ঠুর গল্প লেখে, যা কোনো উপন্যাসের পাতাতেও কল্পনা করা কঠিন। জ্যোতি উধওয়ানি, ৬১ বছর বয়সী এই নারী প্রায় এক দশক আগে স্বামীকে হারিয়েছিলেন। তবে এবারের আঘাত (Pahalgam Attack) যেন অতীতের সমস্ত যন্ত্রনাকে ম্লান করে দিল। তিনি হারালেন তার ছোট ছেলে, নীরজকে। যে ছিল তার বেঁচে থাকার একমাত্র অবলম্বন।

আরও পড়ুন: Kashmir Terror Attack: পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় মৃত্যু বাংলার তিন, দিশেহারা পরিবার

৩২ বছরের তরুণ ফিনান্স ম্যানেজার নীরজ উধওয়ানি, কর্মসূত্রে দুবাই প্রবাসী। স্বাধীনচেতা এই মানুষটি ছিলেন একজন ব্যাকপ্যাকার। যার ভ্রমণতালিকায় বহুদিন ধরেই ছিল কাশ্মীর। এপ্রিলে শিমলায় (Shimla) এক বন্ধুর বিয়ের দাওয়াত পেয়ে স্ত্রী আয়ুষীকে নিয়ে ভারতে আসেন। ১৬ এপ্রিল পৌঁছে যান দেশে। বিয়েতে অংশ নিয়ে ২১ এপ্রিল চণ্ডীগড় হয়ে রওনা দেন স্বপ্নের কাশ্মীর (Kashmir) ভ্রমণে।

কিন্তু সেই স্বপ্ন এক বিভীষিকায় রূপ নেয় ২৩ এপ্রিল। পাহলগামের এক তৃণভূমিতে আচমকা জঙ্গি হামলায় (Pahalgam Attack) নিহত হন ২৮ জন পর্যটক, তাদের মধ্যে ছিলেন নীরজও। “২১ তারিখে শেষ কথা হয়েছিল ছেলের সঙ্গে। বলেছিল কাশ্মীর (Kashmir) যাচ্ছে, আমি তাকে সাবধান থাকতে বলেছিলাম,” কাঁপা গলায় জানালেন জ্যোতি।

মঙ্গলবার সন্ধ্যায় আয়ুষী ফোন করে জানান, নীরজ গুলিবিদ্ধ। তার অবস্থাও তখন অজানা। নিরাপত্তার খাতিরে আয়ুষীকে আলাদা রাখা হয়। ভাই কিশোর তখনই কাশ্মীর রওনা হন। বাকিরা চোখ রাখেন খবরের পর্দায়।

নীরজের জীবন ছিল এগিয়ে চলার প্রতিচ্ছবি। ২০১৩ সালে রাজস্থান বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক, পরে দুবাইয়ে পাড়ি, আর ACCA-র মতো মর্যাদাপূর্ণ কোর্স সম্পন্ন। ২০২৩ সালে আয়ুষীকে বিয়ে করে শুরু করেছিলেন নতুন জীবন।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

সেই জীবন থেমে গেল এক নিষ্ঠুর গুলিতে (Pahalgam Attack)। এক মায়ের চোখের সামনে ভেঙে পড়ল স্বপ্ন, ভবিষ্যত আর সব আশা। কাশ্মীর (Kashmir) তার জন্য ছিল ‘জায়গার চেয়ে বেশি কিছু’, আর জ্যোতির জন্য কাশ্মীর এখন হয়ে রইল এক চিরস্থায়ী শোকের প্রতীক।