Pahalgam Terror Attack: বান্দিপোরায় সেনা-জঙ্গি সংঘর্ষে নিকেশ জঙ্গি,আহত দুই জওয়ান

দেশ

নিউজ পোল ব্যুরো: নিশ্ছিদ্র নিরাপত্তার বেষ্টনীতে থাকা সত্ত্বেও ফের অশান্ত হয়ে উঠেছে জম্মু ও কাশ্মীর (Jammu and Kashmir)। পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হানার (Pahalgam Terror Attack) পরই উত্তপ্ত হয়ে উঠেছে উপত্যকা। সেই হামলার রেশ কাটতে না কাটতেই বান্দিপোরার (Bandipora) কুলনার বাজিপোরায় ফের মুখোমুখি সেনা ও জঙ্গিরা। পহেলগাঁওয়ে ২৬ জন নিরীহ হিন্দুর নৃশংস হত্যাকাণ্ডের পর উপত্যকা কার্যত পরিণত হয়েছে এক নিরাপত্তা দুর্গে। গোটা অঞ্চলে ছড়িয়ে দেওয়া হয়েছে সেনা ও আধা-সামরিক বাহিনী। ওই হামলার মূল অভিযুক্তদের খোঁজে চলছে তীব্র চিরুনি তল্লাশি।

আরও পড়ুন: Pahalgam Attack: জঙ্গিদের গোপন পথপ্রদর্শক! কী বলছে তদন্ত?

শুক্রবার সকালেই গোয়েন্দা সূত্রে খবর আসে, এই এলাকায় জঙ্গিদের গতিবিধি লক্ষ্য করা গেছে। সেনা জঙ্গলে ঢোকার পর গোপন আস্তানা থেকে হামলা চালায় জঙ্গিরা। মুহূর্তেই শুরু হয় প্রচণ্ড গুলির লড়াই। সংঘর্ষে দুই ভারতীয় জওয়ান আহত হয়েছেন। তবে পাল্টা অভিযানে সেনার গুলিতে নিকেশ হয়েছে লস্কর-ই-তৈবার অন্যতম শীর্ষ কমান্ডার আলতাফ লালি।

এই সংঘর্ষ এখনও শেষ হয়নি। সেনা ইতিমধ্যেই গোটা এলাকা ঘিরে ফেলেছে। অপারেশন চলছে জঙ্গিদের একাধিক ঘাঁটি চিহ্নিত করে নির্মূল করার লক্ষ্যে।

এদিকে গোয়েন্দাদের আশঙ্কা, শুধু পহেলগাঁও নয় জঙ্গিদের টার্গেট ছিল উপত্যকার আরও কিছু অঞ্চল। ইতিমধ্যেই কুলগাম, উধমপুরসহ একাধিক জেলায় জঙ্গি ঘাঁটির ইঙ্গিত মিলেছে। তারা পাহাড়ি জঙ্গল ঘেঁষে এক জায়গা থেকে অন্যত্র সরে যাচ্ছে। ফলে অভিযান আরও জটিল হয়ে উঠছে।

এই পরিস্থিতিতে সেনা ও নিরাপত্তা বাহিনী অতিমাত্রায় সতর্ক। প্রতিটি পদক্ষেপ পরিকল্পিত এবং জঙ্গিদের শিকড়ে আঘাত হানার লক্ষ্যেই অগ্রসর হচ্ছে সেনা। উপত্যকার বাতাসে আতঙ্কের সুর—তবে দেশের মাটি সুরক্ষিত রাখতে প্রস্তুত ভারতীয় বাহিনী।

গোপন সূত্রে খবর পেয়ে সেনাবাহিনী যখন এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছে, তখনই লুকিয়ে থাকা জঙ্গিরা (Pahalgam Terror Attack) আচমকা গুলি বর্ষণ শুরু করে। জবাবে পাল্টা আক্রমণে নামে ভারতীয় সেনাও। এ রিপোর্ট লেখা পর্যন্ত গুলির লড়াই জারি রয়েছে। যদিও সেনার কেউ হতাহত হননি, ঠিক কতজন জঙ্গি গুলিবিদ্ধ হয়েছে, তা এখনো পরিষ্কার নয়।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে সীমান্তেও। শুক্রবার ভোরে নিয়ন্ত্রণরেখার কাছে ভারতীয় সেনাঘাঁটিতে হামলা চালায় পাকিস্তানি সেনা। তবে ভারতও উপযুক্ত জবাব দিয়েছে। দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক এখন একেবারে তলানিতে, দিল্লি ও ইসলামাবাদ সম্পর্ক ছিন্ন করেছে। ওয়াঘা সীমান্তের ওপারে পাক সেনার বাড়তি তৎপরতার খবর মিলছে, ভারতীয় সেনাও সর্বতোভাবে প্রস্তুত।

উল্লেখ্য, উধমপুরের বসন্তগড়ে জঙ্গি হামলায় শহিদ হয়েছেন নদিয়ার তেহট্টের ঝন্টু আলি শেখ। জঙ্গিদের গোপন আস্তানার (Pahalgam Terror Attack) খোঁজে অভিযান চালানোর সময় সংঘর্ষ বাঁধে। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি তাঁর। একদিকে সীমান্তে পাক সেনার হামলা, অন্যদিকে উপত্যকার ভেতরে একাধিক জায়গায় জঙ্গিদের সক্রিয়তা। সব মিলিয়ে নতুন করে অশান্তির সুর।

পুঞ্চ জেলার লাসানা জঙ্গলে চলছে ব্যাপক তল্লাশি। ১৫ এপ্রিল এখানেই সংঘর্ষে আহত হয়েছিলেন এক জওয়ান। স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে ফের ওই এলাকায় শুরু হয়েছে যৌথ বাহিনীর অভিযান।

উত্তর থেকে দক্ষিণ কাশ্মীর যেন ফের রক্তাক্ত। সেনার কড়া নজরদারি ধারাবাহিক অভিযান এবং গোয়েন্দা তথ্যের ওপর নির্ভর করেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। তবে সাম্প্রতিক হামলাগুলি ইঙ্গিত দিচ্ছে উপত্যকার নিরাপত্তা চ্যালেঞ্জের মুখে এবং যেকোনো মুহূর্তে পরিস্থিতি আরও ঘনীভূত হতে পারে।