নিউজ পোল ব্যুরো: পহেলগাঁওতে জঙ্গি হামলার পর ভারত পাকিস্তানের সঙ্গে সমস্ত কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে। এমনকি ভারতের হাতে এসেছে জঙ্গির হামলার সঙ্গে সররাসরি পাক যোগের প্রমাণ। এবার ভাইরাল হয়েছে একটি ভিডিও ক্লিপ। যেখানে দেখা গিয়েছে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী (Pakistan’s Defence Minister) খাজা আসিফ (Khwaja Asif) এক সংবাদ মাধ্যমের কর্মীর সঙ্গে কথা বলছেন। যেখানে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলিকে সমর্থন (Support Terror Groups) করার কথা স্বীকার করেছেন
সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সঙ্গে তাঁকে প্রশ্ন করা হয়, “স্যার, সন্ত্রাসবাদী সংগঠনগুলিকে সমর্থন, প্রশিক্ষণ এবং অর্থায়নের দীর্ঘ ইতিহাস রয়েছে? সেই প্রশ্নের উত্তরে খাজা আসিফ বলেন, “আমরা প্রায় ৩ দশক ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য এই নোংরা কাজ করে আসছি… এবং পশ্চিমা বিশ্ব, যার মধ্যে ব্রিটেনও আছে… এটা একটা ভুল ছিল, এবং আমরা এর জন্য কষ্ট ভোগ করেছি, আর সেই কারণেই তুমি আমাকে এটা বলছো। যদি আমরা সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে যুদ্ধে এবং পরবর্তীতে ৯/১১-এর পরের যুদ্ধে যোগ না দিতাম, তাহলে পাকিস্তানের ইতিহাস অতুলনীয় হত।” পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর এই মন্তব্যের পর থেকেই বিশ্ব জুড়ে ঝড় উঠেছে। তবে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর দাবি পহেলগাঁও হামলার সঙ্গে পাকিস্তানের কোনও সম্পর্ক নেই।
আরও পড়ুনঃ Pahalgam Terror Attack: বান্দিপোরায় সেনা-জঙ্গি সংঘর্ষে নিকেশ জঙ্গি,আহত দুই জওয়ান
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীও সাক্ষাৎকারে ভারতের সঙ্গে “সর্বাত্মক যুদ্ধ” শুরু হওয়ার বিষয়ে সতর্ক করেছেন। তবে সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলিকে সমর্থন (Support Terror Groups)-এর জে ভিডিও সামনে এসেছে তাতে বিশ্ব জুড়ে যে ঝড় উঠবে তা আর বলার অপেক্ষা রাখে না। এর আগে, ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্রি বলেছিলেন যে নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে সন্ত্রাসবাদী হামলার আন্তঃসীমান্ত সংযোগের বিষয়টি সামনে আনা হয়েছিল। উল্লেখ করা হয়েছে যে কেন্দ্রশাসিত অঞ্চলে নির্বাচনের সফল আয়োজন এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়নের অগ্রগতি রুখতেই হামলাটি করা হয়েছে। পহেলগাঁওতে জঙ্গি হামলায় ২৬ জন নিহত হওয়ার পর, কেন্দ্রীয় সরকার বেশ কয়েকটি কূটনৈতিক পদক্ষেপ ঘোষণা করে, যেমন সিন্ধু জলচুক্তি বাতিল, আটারি-ওয়াঘাতে ইন্টিগ্রেটেড চেক পোস্ট (ICP) বন্ধ করা, পাকিস্তানি নাগরিকদের জন্য SAARC ভিসা স্থগি, তাদের দেশে ফিরে যাওয়ার জন্য ৪৮ ঘন্টা সময় দেওয়া এবং উভয় পক্ষের হাই কমিশনে কর্মকর্তাদের সংখ্যা হ্রাস করা। এই প্রসঙ্গে উল্লেখ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশকে আশ্বস্ত করেছেন যে এই হামলার জন্য দায়ী সন্ত্রাসীরা এবং যারা এর ষড়যন্ত্র করেছিল, তাদের কল্পনার বাইরেও শাস্তির মুখোমুখি হতে হবে। প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেছেন যে সন্ত্রাসবাদের অবশিষ্ট দুর্গগুলি ধ্বংস করার সময় এসেছে এবং ১৪০ কোটি ভারতবাসীর ইচ্ছাশক্তি এখন সন্ত্রাসবাদের অপরাধীদের মেরুদণ্ড ভেঙে দেবে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT