Shreya Ghoshal : আগে দেশ, অরিজিৎ-এর মতই কনসার্ট বাতিল শ্রেয়ার

breakingnews দেশ পেজ 3 সংস্কৃতি

নিউজ পোল ব্যুরোঃ সম্প্রতি জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) বৈসরণ উপত্যকায় নির্মম সন্ত্রাসবাদী হামলায় প্রাণ হারিয়েছেন ২৬ জন নিরীহ পর্যটক। হৃদয়বিদারক ঘটনায় দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। কাশ্মীর থেকে কন্যাকুমারীর চোখে জ্বলছে ক্ষোভের আগুন। ঘটনার রেশ ছড়িয়ে পড়েছে দেশের নানা প্রান্তে। এড়িয়ে যাননি অরিজিৎও (Arijit Singh)। বাতিল করেছেন তাঁর গানের অনুষ্ঠান। সেই পথেই হেঁটেছেন দেশের আরও আরও এক জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal)। দুই তারকাই বুঝিয়ে দিয়েছেন দেশ আগে। যে ব্যথায় সকলে কাতর সেখানে সুর প্রলেপ দিতে পারবে না। ব্যবসা বা রোজগার আগে নয় সেই কথাই বুঝিয়ে দিলেন গোটা বিশ্বের কাছে জনপ্রিয় দুই বাঙালি তারকা।

পহেলগাঁওতে সাম্প্রতিক ও মর্মান্তিক ঘটনার পরিপ্রেক্ষিতে সুরাটে অনুষ্ঠান বাতিল করেছেন দেশের জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল। আয়োজকদের সঙ্গে সম্মিলিতভাবে কথা বলে শনিবার ২৬ এপ্রিল সুরাটে হতে চলা অনুষ্ঠানটি বাতিলের সিদ্ধান্ত নেন গায়িকা। টিকিটে টাকা ফেরত পাবেন সকলে। জানানো হয়েছে এটাই। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই তথ্য জানিয়েছেন গায়িকা। পাশাপাশি এটাও জানানো হয়েছে, এই কনসার্টের যারা টিকিট কিনেছিলেন তাঁদের অর্থ সম্পূর্ণ ফেরত দেওয়া হবে। টাকাগুলি সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে বলে জানিয়েছেন আয়োজকরা।

আরও পড়ুনঃ Arijit Singh: বিরাট লোকসান! জঙ্গি হামলার প্রতিবাদে কনসার্ট বাতিল করলেন অরিজিৎ সিং

এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো, শুধু শেয়া ঘোষাল (Shreya Ghoshal) নন, চেন্নাইয়ে ২৭ এপ্রিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল অরিজিৎ সিং-এর কনসার্ট। সেটা বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আয়োজক সংস্থা ও শিল্পী যৌথভাবে এই সিদ্ধান্তে পৌঁছেছেন বলে জানা গিয়েছে। এই সিদ্ধান্ত জানিয়ে অরিজিৎ একটি ইনস্টাগ্রাম স্টোরির মাধ্যমে সকলকে অবগত করেন। বার্তায় বলা হয়েছে, “সম্প্রতি ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার প্রেক্ষিতে আমরা এই অনুষ্ঠান বাতিল করছি। এই মুহূর্তে উৎসবের সময় নয়, সহমর্মিতা ও সংবেদনের সময়।”

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT