নিউজ পোল ব্যুরো: এক নতুন মোড় নিল চাকরিহারা (SSC) শিক্ষকদের আন্দোলন। বেশ কয়েকদিনের টানা অবস্থানের পর আপাতত এসএসসি (SSC) ভবনের সামনে থেকে তারা তাদের অবস্থান তুলে নিলেন। তবে, আন্দোলনের ধারা বন্ধ নয়। এবার কর্মসূচি গড়াবে শহিদ মিনারে (Sahid Minar)। ‘যোগ্য’ হয়েও যাদের নাম এসএসসি-র (SSC) তালিকায় আসেনি তাদের অধিকারের দাবি জানিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানানো হয়েছে।
আরও পড়ুন: SSC Recruitment Case: এসএসসি চাকরি কেলেঙ্কারিতে নতুন মোড়!
গত সোমবার থেকে এসএসসি ভবনের সামনে শুরু হয়েছিল অবস্থান বিক্ষোভ। মূল দাবি ছিল ‘যোগ্য’ চাকরিপ্রার্থীদের একটি স্বচ্ছ তালিকা প্রকাশের। যদিও শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu) স্পষ্ট জানান, এভাবে তালিকা প্রকাশ সম্ভব নয়। এরপর তালিকা পাঠানো হয় সংশ্লিষ্ট জেলার ডিআই অফিসে।
এই আংশিক সাফল্যের প্রেক্ষিতে আন্দোলনকারীদের তরফে মেহবুব মণ্ডল জানিয়ে দেন, তারা ২৯ এপ্রিল পর্যন্ত স্কুলে যোগ দেবেন, কারণ ৩০ এপ্রিল থেকে গরমের ছুটি শুরু হচ্ছে। কিন্তু আন্দোলন এখানেই শেষ নয়। ছুটির সময় চলবে নতুন কৌশলের আন্দোলন। যাদের নাম তালিকায় আসেনি, সেই ‘যোগ্য’ প্রার্থীদের নিয়ে চলবে অবস্থান।
তার কথায় উঠে আসে, “ডিআই অফিসে (DI Office) পাঠানো তালিকায় রয়েছে একাধিক অসঙ্গতি। কেউ স্কুলে না যোগ দিয়েও তালিকাভুক্ত, আবার যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই তারা তালিকায় নেই। এমনকি স্কুল পরিবর্তন করায় অনেকের নাম বাদ পড়েছে।”
এসএসসি-র ভুল সংশোধনের জন্য দুই দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন তারা। সময়মতো পদক্ষেপ না এলে এবার সরাসরি বিকাশ ভবন (Bikash Bhavan) অভিযান হবে বলেই জানানো হয়েছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
এদিকে অযোগ্যদের তরফ থেকে এক শিক্ষক চিন্ময় মণ্ডলের উপর হামলার অভিযোগও উঠেছে। যা আন্দোলনের পরিবেশকে আরও উত্তপ্ত করেছে। যদিও আন্দোলনকারীরা স্পষ্ট করে দিয়েছেন তারা ভয় পেয়ে নয় বরং রিভিউ পিটিশনের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতেই স্থান পরিবর্তন করেছেন।