Pahalgam : শিব-শক্তির চির মিলনের সূচনা! ‘পহেলগাঁও’ নামকরণের নেপথ্যে যে রহস্য

অপরাধ দেশ

নিউজ পোল ব্যুরো: ভূস্বর্গের কোলে ছবির মত এক ছোট্ট জনপদ পহেলগাঁও (Pahalgam)। অনন্তনাগ জেলায় অমরনাথের কাছে লীদার নদীর ধারে এই হিল স্টেশনটি পর্যটকদের কাছে অন্যতম স্বপ্নের ডেস্টিনেশন। যদিও এই মুহূর্তে সম্পূর্ণ অন্য কারণে খবরের শিরোনামে পহেলগাঁও। তবে তাতে বিন্দুমাত্র খর্ব হচ্ছে না স্থানটির মাহাত্ম্য। যে মাহাত্ম্য লুকিয়ে রয়েছে ‘পহেলগাঁও’ নামটিতে। জানেন কি, কেন জায়গাটির নাম হয়েছে পহেলগাঁও?

আরও পড়ুনঃ Pahalgam Attack: ছেলের শেষ কথা শুনেই আঁচ করেছিলেন মা?

শুধুমাত্র প্রাকৃতিক সৌন্দর্যই পহেলগাঁওয়ের (Pahalgam) ইউএসপি নয়। পৌরাণিক তাৎপর্যের দিক থেকেও স্থানটির মাহাত্ম্য অপরিসীম। ‘পহেলগাঁও’ নামটির মধ্যে থাকা ‘পহেল’ শব্দটি এসেছে ‘বহেল’ বা ‘বেহেল’ থেকে। যার অর্থ হল ষাঁড়। হিন্দু পুরাণ মতে, দেবাদিদেব মহাদেব তাঁর বাহন ষাঁড় অর্থাৎ নন্দীকে এখানেই ছেড়ে গিয়েছিলেন। আর তা থেকেই জায়গাটির নাম হয়, ‘বহেলগাঁও’। অর্থাৎ ষাঁড়ের গ্রাম। পরবর্তী সময়ে মানুষের মুখে মুখে ফিরে বহেলগাঁও রূপান্তরিত হয় পহেলগাঁওয়ে।

Pahalgam

হিন্দু পুরাণ বলে, শিব এবং শক্তির মিলনেই সৃষ্টি হয়েছে এই জগতের। তবে শিব-শক্তি যে নিরন্তর অবিচ্ছেদ্য এমনটা মোটেই নয়। আদ্যাশক্তি মহামায়া বারেবারে বিভিন্ন রূপে মিলিত হয়েছেন শিবের সঙ্গে। আবার ছেড়েও গিয়েছেন তাঁকে। আসলে মহামায়া বারবার মনুষ্যজন্ম নিয়েই মিলিত হয়েছেন শিবের সঙ্গে। ফলে প্রতিবারই কালের নিয়মে মৃত্যু এসে শক্তিকে ছিনিয়ে নিয়ে গিয়েছে তাঁর শিবের থেকে।

তবে পার্বতীরূপে নিজের শক্তিকে আর হারাতে চাননি ভোলা মহেশ্বর। তাই গোপনে পার্বতীকে সৃষ্টির আদি তত্ত্ব বা সৃষ্টির রহস্য বোঝাতে নির্জন পাহাড়ে একটি গুহা নির্মাণ করেন তিনি। কারণ হিন্দু শাস্ত্র অনুসারে, যদি কেউ সৃষ্টির আদি তত্ত্ব জানতে পারে তাহলে সে তৎক্ষণাৎ অমরত্ব লাভ করবে। যাই হোক, এই গুহায় মহাদেব সৃষ্টির আদি তত্ত্ব শুনিয়ে পার্বতীকে অমর করেছিলেন বলেই গুহাটির নাম অমরনাথ। আর যেহেতু এই তত্ত্ব গোপনে বর্ণনা করতে হত, তাই পার্বতীকে নিয়ে অমরনাথের গুহায় পৌঁছানোর আগে একে একে নিজের সকল অনুগামী বা সঙ্গের জীবিত প্রাণীকে ত্যাগ করেছিলেন মহাদেব। বাহন নন্দীকে যে জায়গায় ছেড়ে গিয়েছিলেন সেই জায়গাই বর্তমানে পহেলগাঁও নামে খ্যাত।

Pahalgam
অমরনাথ

নিউজ পোল বাংলা ইউটিউব চ্যানেলের লিংক: https://youtube.com/@newspolebangla?si=Ygy6shQubNhWstbr

আর এই পহেলগাঁওয়েই (Pahalgam) মঙ্গলবার নিরীহ পর্যটকদের ওপর জঙ্গি হামলার ঘটনায় প্রাণ গিয়েছে ২৬ জনের। অমরনাথ যাত্রা শুরুর আগে যে ঘটনা একাধারে যেমন হৃদয়বিদারক, তেমনিই অশনি সংকেত। প্রতি বছর অগণিত ভক্ত পাড়ি জমায় অমরনাথের দুর্গম পাহাড়ি পথে। পহেলগাঁও থেকেই শুরু হয় যাত্রা।