Pakistan PM: ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা চরমে, মুখ খুললেন শেহবাজ শরিফ

আন্তর্জাতিক দেশ

নিউজ পোল ব্যুরো: জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার (Pahalgam Terror Attack) রেশ কাটতে না কাটতেই ভারত-পাকিস্তানের (Ind-Pak) মধ্যে পরিস্থিতি পৌঁছে গেছে যুদ্ধের দ্বারপ্রান্তে। সীমান্তজুড়ে চলছে সেনা মহড়া। বন্ধ হয়ে গিয়েছে দুই দেশের মধ্যে যোগাযোগ। ফেরত পাঠানো হচ্ছে পাকিস্তানি নাগরিকদের। এই টানটান পরিস্থিতির মধ্যেই মুখ খুলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী (Pakistan PM) শেহবাজ শরিফ (Shehbaz Sharif)।

আরও পড়ুন: Kashmiri Girls: সাহস যখন রক্তে! দুই বোনের হাতে পর্যটকের জীবন

গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে (Pahalgam Terror Attack) পর্যটকদের উপরে ঘটে যায় নির্মম হামলা। যেখানে ধর্ম জেনে বেছে বেছে হত্যা করা হয় ২৬ জন হিন্দু পর্যটককে। হামলার পেছনে পাকিস্তানি জঙ্গি সংগঠনের যোগসূত্র স্পষ্টভাবে পেয়েছে ভারত। আন্তর্জাতিক স্তরেও তা তুলে ধরা হয়েছে প্রমাণসহ। ফলত, পাল্টা পদক্ষেপ হিসাবে ভারত স্থগিত করেছে বহু পুরনো সিন্ধু জলচুক্তি।

এই প্রেক্ষাপটে নিজের অবস্থান স্পষ্ট করে শেহবাজ শরিফ (Pakistan PM) বলেন, “আমরা সম্পূর্ণ প্রস্তুত। পাকিস্তানের (Pakistan) প্রতিটি ইঞ্চি জমি রক্ষায় আমাদের সেনা সদা সচেষ্ট। শান্তি আমাদের প্রথম পছন্দ, কিন্তু কেউ যেন সেটাকে দুর্বলতা না ভাবে।”

তিনি আরও দাবি করেন, পাকিস্তান (Pakistan) বরাবরই সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করেছে এবং বহু ত্যাগ স্বীকার করেছে। পহেলগাঁও হামলার (Pahalgam Terror Attack) দায় অস্বীকার করে তিনি বলেন, “আমাদের বদনাম করার চেষ্টা চলছে। আমরা নিরপেক্ষ তদন্তে প্রস্তুত।”

কিন্তু পরিস্থিতি যেদিকে এগোচ্ছে, তাতে শান্তির পথ বড্ড কাঁটাযুক্ত। সীমান্তে ভারতীয় সেনা, নৌ ও বায়ুসেনা সক্রিয় হয়ে উঠেছে। যুদ্ধবাজ পরিবেশে পাকিস্তানও সেনা বাড়াতে শুরু করেছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

সিন্ধু চুক্তি স্থগিত প্রসঙ্গে শেহবাজের (Pakistan PM) হুঁশিয়ারি, “জল বন্ধের চেষ্টা হলে, পাকিস্তান তা পূর্ণ শক্তি দিয়ে মোকাবিলা করবে।” বর্তমান অবস্থা বলছে, দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রায় শেষ পর্যায়ে। একটুও ভুল সিদ্ধান্ত গোটা উপমহাদেশকে নিয়ে যেতে পারে ভয়ঙ্কর পরিণতির পথে।