Kashmiri Girls: সাহস যখন রক্তে! দুই বোনের হাতে পর্যটকের জীবন

দেশ

নিউজ পোল ব্যুরো: কোনও গল্প কেবল গল্প নয়! সেটা হয়ে ওঠে সাহসের প্রতিচ্ছবি, মানবিকতার চূড়ান্ত রূপ। বৈসরনের (Baisaran) দুই কাশ্মীরি বোন রুবিনা ও মুমতাজ (Kashmiri Girls) এমনই এক অনন্য নজির স্থাপন করেছেন, যা আজ গোটা দেশকে অনুপ্রাণিত করছে।

আরও পড়ুন: Army Attach: লন্ডনের রাস্তায় ভারতীয়দের প্রতিবাদ ও পাক সামরিক অফিসারের বিতর্কিত বার্তা

২২ এপ্রিল, মঙ্গলবার (Tuesday)। প্রতিদিনের মতোই পর্যটকদের ভিড়ে সরগরম ছিল কাশ্মীরের বৈসরন উপত্যকা (Kashmir Terror Attack)। গাইডের দায়িত্বে ছিলেন স্থানীয় দুই বোন, রুবিনা ও মুমতাজ (Kashmir Girls)। রুবিনা (Rubeena) যাকে সবাই চেনে ‘কাশ্মীরের খরগোশ কন্যা’ নামে, কারণ তার পোষা খরগোশ পর্যটকদের হাতে তুলে দিয়ে ছবি তোলার সুযোগ করে দেন। আর পাশে সর্বক্ষণ ছায়ার মতো থাকেন দিদি মুমতাজ।

কিন্তু ওই দিনটা ছিল আলাদা। ঠিক দুপুরবেলা আচমকাই জঙ্গি হামলার ঘটনা ঘটে। ভয় আর আতঙ্কের ঘনঘটা যখন পাহাড়ি বাতাসে ছড়িয়ে পড়ছে, তখন ভয় পায়নি এই দুই বোন। নিজের প্রাণের ঝুঁকি নিয়েও তারা এগিয়ে আসেন অসহায় পর্যটকদের রক্ষা করতে। চেন্নাই থেকে আসা কয়েকজনসহ বহু পর্যটককে পাহাড়ি পিচ্ছিল পথে, ঘন জঙ্গলের ফাঁকে ফাঁকে নিরাপদ আশ্রয়ে পৌঁছে দেন তারা।

সত্যিকারের বীরত্ব প্রকাশ পায় তখনই, যখন ভয়কে জয় করে মানুষ হয়ে ওঠে অন্য মানুষের ঢাল। একবার নয়, বহুবার দৌঁড়ে গিয়ে পর্যটকদের ছোট ছোট দলে ভাগ করে নিরাপদ স্থানে পৌঁছে দিয়েছেন এই দুই বোন। শুধু পথ দেখানো নয়, ছোট শিশুদের আগলে আগলে নিয়েছেন মানসিকভাবে ভেঙে পড়া মানুষদের সান্ত্বনা দিয়েছেন, সাহস যুগিয়েছেন।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

রুবিনা এক সাক্ষাৎকারে বলেন, “ওই মুহূর্তে নিজের কথা ভাবিনি। শুধু চাইছিলাম, যারা আমাদের উপর বিশ্বাস করে এসেছে, তারা যেন বেঁচে যায়।”