নিউজ পোল ব্যুরো: একদিকে সুপ্রিম কোর্টের (Supreme Court) কঠোর রায়, অন্যদিকে চাকরিহারা (SSC Panel) হাজার হাজার অশিক্ষক কর্মীর অনিশ্চয়তার ভবিষ্যৎ। এই পরিস্থিতিতে আশার আলো দেখালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজ্য সরকার জানিয়ে দিল, আদালতের চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত গ্রুপ সি ও গ্রুপ ডি (Group C and Group D) চাকরিহারাদের পাশে থাকবে তারা। এই মুহূর্তে যারা কর্মহীন হয়ে পড়েছেন, তাদের জন্য বিকল্প আর্থিক সহায়তার ব্যবস্থা করছে রাজ্য।
আরও পড়ুন: Indian Army: নদিয়ায় ফিরল ঝন্টু শেখের নিথর দেহ, ইদগাহ ময়দানে শেষ বিদায়
শনিবার নবান্ন (Nabanna) সভাঘরে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর নেতৃত্বে অশিক্ষক কর্মীদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক হয়। সেখানেই ফোনে নিজে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। তিনি জানান, রাজ্য সরকার এই পরিস্থিতিতে অত্যন্ত ব্যথিত এবং সহানুভূতিশীল। যদিও আদালতের রায় উপেক্ষা করা সম্ভব নয়, তবু যাদের চাকরি চলে গিয়েছে তাদের সংসার চালানো যে কতটা কঠিন, তা অনুধাবন করছে রাজ্য প্রশাসন।
এই কারণেই রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে চাকরিচ্যুত গ্রুপ সি কর্মীদের জন্য প্রতি মাসে ২৫ হাজার টাকা এবং গ্রুপ ডি কর্মীদের জন্য ২০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। এই সহায়তা শ্রমদপ্তরের অধীনে থাকবে, শিক্ষাদপ্তরকে এতে যুক্ত করা হচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কথায়, “ডানলপের কর্মীদের যেমন মাসে ১০ হাজার টাকা দেওয়া হয়, তেমনই এখানেও মানবিকতার জায়গা থেকে এই সাহায্য করা হচ্ছে।”
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
২০১৬ সালের এসএসসি প্যানেল বাতিলের (SSC Panel Cancel) ফলে প্রায় ২৫ হাজার ৭৫২ জন শিক্ষক ও অশিক্ষক কর্মী চাকরি হারান। যদিও ‘যোগ্য’ শিক্ষক-শিক্ষিকারা আপাতত ৩১ ডিসেম্বর পর্যন্ত কাজ চালিয়ে যেতে পারবেন এবং বেতন পাবেন, অশিক্ষক কর্মীরা ফিরে যেতে পারেননি। ফলে রাজ্যের বিকল্প ভাতা প্রকল্প তাঁদের জন্য স্বস্তির নিঃশ্বাস।