নিউজ পোল ব্যুরো: শনিবার পাকিস্তানের লাহোরের আল্লামা ইকবাল আন্তর্জাতিক বিমানবন্দরে ( Allama Iqbal International Airport ) ভয়াবহ অগ্নিকাণ্ড। লাহোর বিমানবন্দরে (Lahore Airport) আগুনের জেরে সমস্ত ফ্লাইট বাতিল করা হয়েছে বলে খবর।
সূত্রের খবর, লাহোর বিমানবন্দরে (Lahore Airport) অবতরণ করার সময় পাকিস্তান সেনাবাহিনীর একটি বিমানের টায়ারে আগুন ধরে যায়। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে দমকল বাহিনীর ইঞ্জিন পাঠানো হয়েছে। ঘটনার কারণে রানওয়ে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। লাহোর বিমানবন্দর থেকে ঘোষণা করা হয়েছে যে বিমানগুলির নামার কথা ছিল সেগুলিকে অন্যত্র যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলেই জানা গিয়েছে। একাধিক বিমানের গতিপথ বদল করা হয়েছে। তবে সেনার বিমানের চাকায় আগুন লাগল তা এখনও জানা যায়নি।
আরও পড়ুনঃ Pakistan PM: ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা চরমে, মুখ খুললেন শেহবাজ শরিফ
পহেগাঁওতে ২৬ জন নিরীহ পর্যটক খুনের পর থেকেই ভারতের পদক্ষেপে পাকিস্তান জুড়ে উত্তাপ বেড়েছে । সেনালে সতর্ক করেছেন পাক প্রধানমন্ত্রী। এই আবহেই লাহোর বিমানবন্দরে (Lahore Airport) সেনার বিমানে আগুন। এই প্রসঙ্গে উল্লেখ্য, কাশ্মীরে পর্যটক খুনে পাক মদতপুষ্ট লস্করের ছায়া সংগঠন হামলার দায় স্বীকার করেছে। ঘটনার পরেই পাকিস্তানকে ভাতে মেরেছে ভারত। মোদী সরকারের একাধিক সিদ্ধান্তে চাপে পাকিস্তান। ভারতকে পাল্টা দিতে পাকিস্তানও কয়েকটি পদক্ষেপ নিয়েছে। পাক সরকার জানিয়েছে তাঁদের দেশের আকাশসীমা ব্যবহার করতে পারবে না ভারতের বিমান। ভারতের প্রত্যাঘাতের ভয়ে পাকিস্তান জুড়ে জারি করা হয়েছে হাই অ্যালার্ট।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT