JP Nadda: দেশের জন্য গণেশের চরণে নত নাড্ডা, দেবতার কাছে আর্তি

দেশ

নিউজ পোল ব্যুরো: নিঃশব্দ পাহাড়ের কোলে রক্তাক্ত ধ্বনি। পহেলগাওঁয়ে জঙ্গি হামলা (Pahalgam Terror Attack) গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে। এই ঘটনার প্রতিক্রিয়ায় শনিবার পুনের ঐতিহ্যবাহী শ্রীমন্ত দাগদুশেঠ হালওয়াই গণপতি মন্দিরে গিয়ে প্রার্থনা করলেন কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা (JP Nadda)। ভগবান গণেশের (Ganpati Bappa) আশীর্বাদ কামনা করে তিনি বলেন, দেশের এই সংকটময় মুহূর্তে তাঁর প্রজ্ঞা এবং শক্তির ছোঁয়ায় যেন ভারত এই কঠিন সময় পার করতে পারে।

আরও পড়ুন: Pakistan PM: ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা চরমে, মুখ খুললেন শেহবাজ শরিফ

নাড্ডা (JP Nadda) জানান, তিনি প্রধানমন্ত্রীর (Narendra Modi) নেতৃত্বে দেশের পক্ষ থেকে সঠিক ও উপযুক্ত জবাব দেওয়ার জন্য প্রার্থনা করেছেন। “গোটা দেশ এই হামলায় ক্ষুব্ধ। পহেলগাওঁয়ে মর্মান্তিক ঘটনার (Pahalgam Terror Attack) পর গণেশঠাকুরের স্মরণে এসে আমি (JP Nadda) প্রার্থনা করেছি এই সংকট থেকে বেরিয়ে আসার জন্য এবং প্রধানমন্ত্রী মোদীজিকে এর মোকাবিলার শক্তি দেওয়ার জন্য,” বলেন তিনি।

এদিকে, এই সন্ত্রাসী হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে জোরালো অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। জম্মু ও কাশ্মীরের শোপিয়ান জেলার ছোটিপোরা গ্রামে (Chotipora Village) এক সন্দেহভাজনের বাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়েছে, যে ব্যক্তি ২২ এপ্রিলের ঘটনার সঙ্গে যুক্ত বলে সন্দেহ করা হচ্ছে। একইভাবে কুলগামের (Kulgam) মুতালহামা (Mutalhama) গ্রামে জাকির আহমেদ গণির বাড়িও ভেঙে দেওয়া হয়েছে। যিনি দীর্ঘদিন ধরেই জঙ্গি কার্যকলাপে যুক্ত বলে জানা গেছে।

লস্কর-ই-তৈয়বার (Lashkar-e-Taiba) এক শীর্ষ সন্ত্রাসী আদিল গুড়ির বাড়িও এরইমধ্যে ধ্বংস করা হয়েছে। তিনি অনন্তনাগ (Anantnag) জেলার বিজবেহারা ব্লকের গুরি গ্রামের বাসিন্দা এবং পহেলগাম হামলার মূল ষড়যন্ত্রকারী হিসেবে পরিচিত। তার মাথার দাম ঘোষণা করা হয়েছে ২০ লক্ষ টাকা। এই ঘটনায় দু’জন পাকিস্তানি সন্ত্রাসীকেও মোস্ট ওয়ান্টেড তালিকায় রাখা হয়েছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

এর পাশাপাশি, কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা বরাবর পাকিস্তানি সেনার বিনা উস্কানিতে গুলি চালানোর ঘটনা ঘটেছে। ভারতীয় সেনাবাহিনী এর উপযুক্ত জবাব দিয়েছে, যদিও কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

পহেলগামের বৈসরান তৃণভূমিতে এই বর্বর হামলায় ২৬ জন নিরীহ পর্যটকের মৃত্যু গোটা দেশের হৃদয় বিদীর্ণ করেছে। ভারত জবাবের অপেক্ষায়! প্রশান্তির জন্য নয়, ন্যায়ের জন্য।