নিউজ পোল ব্যুরো: পহেলগাঁওয়ে এক ভয়াবহ জঙ্গি হানায় (Pahalgam Issue) প্রাণ হারিয়েছেন ২৬ নিরপরাধ পর্যটক। এই নির্মম ঘটনার পর গোটা দেশ শোকস্তব্ধ। সেই প্রেক্ষিতে ‘মন কি বাত’-এর মঞ্চ থেকে সরব হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)।
আরও পড়ুন: Pahalgam Terror Attack: সিন্ধু চুক্তি শেষ! এবার জলনীতিতে ভারতের কড়া জবাব
অনুষ্ঠানের শুরুতেই তাঁর (Narendra Modi) কণ্ঠে ছিল গভীর বেদনার সুর। তিনি বলেন, “এই কাপুরুষোচিত হামলা প্রতিটি ভারতীয়ের হৃদয় ভেঙে দিয়েছে। নিহতদের পরিবারের (Pahalgam Issue) প্রতি আমাদের অকুণ্ঠ সমবেদনা রইল। আমি তাঁদের আশ্বস্ত করছি,ন্যায় তাঁরা নিশ্চয়ই পাবেন।”
প্রধানমন্ত্রী (Narendra Modi) স্পষ্ট বার্তা দেন, এই বর্বর ঘটনার পেছনে থাকা জঙ্গি ও ষড়যন্ত্রকারীরা রেহাই পাবে না। “সন্ত্রাসবাদীদের (Pahalgam Issue) উপযুক্ত জবাব দেওয়া হবে। যারা কাশ্মীরের (Kashmir) শান্তি নষ্ট করতে চায়, তাদের বিরুদ্ধেই আমাদের লড়াই,” তিনি বলেন।
কাশ্মীরের উন্নয়নের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “কাশ্মীরে (Kashmir) গণতন্ত্র মজবুত হচ্ছিল, পর্যটন শিল্প ফুলে-ফেঁপে উঠছিল, যুব সমাজ পাচ্ছিল নতুন কাজের সুযোগ। ঠিক সেই সময়েই শত্রুরা এই হামলা চালিয়ে দেখাল ওরা শান্তির শত্রু, উন্নয়নের বাধা।”
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
তার বক্তব্যে বারবার উঠে আসে দেশের ঐক্যের গুরুত্ব। “সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের সবচেয়ে বড় অস্ত্র হল জাতির ঐক্য। ১৪০ কোটি ভারতবাসী একসঙ্গে থাকলে, কোনও ষড়যন্ত্র আমাদের থামাতে পারবে না। আজ গোটা বিশ্ব দেখছে, ভারত কিভাবে এই চ্যালেঞ্জের মোকাবিলা করছে।”
হামলার পর বিশ্বের বিভিন্ন রাষ্ট্রনেতার সমবেদনা ও সহমর্মিতার বার্তা পেয়েছেন বলেও জানান প্রধানমন্ত্রী। শেষমেশ তাঁর আশ্বাস, “এই কঠিন সময়েও নিহতদের পরিবার একা নয়। দেশ, সরকার ও গোটা বিশ্ব তাঁদের পাশে রয়েছে। সুবিচার নিশ্চিত হবে।”
প্রধানমন্ত্রী একটি গভীর শোক প্রকাশ করে বলেন, “নিহতদের পরিবারগুলোর প্রতি আমার সমবেদনা রইল। সরকার এই মর্মান্তিক ঘটনার যথাযথ তদন্ত করবে এবং যারা এই হামলার পেছনে জড়িত, তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। অপরাধীদের কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। তারা কঠোরতম শাস্তি পাবে যাতে ভবিষ্যতে কেউ এমন ঘৃণ্য কাজ করার সাহস না পায়।” তিনি আরও বলেন, “প্রতিটি নিরীহ প্রাণের মূল্য আমাদের কাছে অপরিসীম। আমরা নিহতদের পরিবারের পাশে আছি এবং ন্যায়বিচার নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। রাষ্ট্র সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত রয়েছে।”