Pahalgam: পহেলগাঁও হামলার পর সেনা অভিযানে গতি, জরুরি বৈঠকে CDS

দেশ

নিউজ পোল ব্যুরো: পহেলগাঁওয়ের বৈসরনে ঘটে যাওয়া জঙ্গি হামলার পর (Pahalgam) উপত্যকায় ফের উত্তপ্ত পরিস্থিতি। টানটান উত্তেজনার মাঝেই আজ, রবিবার বিকেল ৫টায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের (Rajnath Singh) সঙ্গে এক বিশেষ বৈঠকে বসতে চলেছেন দেশের প্রধান প্রতিরক্ষা প্রধান (CDS) জেনারেল অনিল চৌহান। এই গুরুত্বপূর্ণ বৈঠককে ঘিরে দেশজুড়ে জল্পনা তুঙ্গে।

আরও পড়ুন: Pahalgam Issue: পহেলগাঁওয়ের রক্তাক্ত ঘটনায় জ্বলছে গোটা দেশ, বদলার শপথ মোদীর মন কি বাতে

হামলার পর (Pahalgam Terror Attack) থেকেই কার্যত যুদ্ধকালীন প্রস্তুতি নিয়ে মাঠে নেমেছে ভারতীয় সেনা। বিশেষ সূত্রের খবর, ইতিমধ্যেই প্রায় ১০টিরও বেশি সন্দেহভাজন লস্কর জঙ্গির ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। গত ২৪ ঘণ্টায় একের পর এক অভিযান চালিয়ে ধ্বংস (Pahalgam Terror Attack) করা হয়েছে আদিল, আসিফ, আহসান ও আরও এক লস্কর জঙ্গির বাড়ি। তবে এখনও অধরা হামলার মূল চক্রী। সেনার বক্তব্য, এ এক টানা অভিযানের সূচনা মাত্র।এই আবহেই আজকের বৈঠক (Meeting) অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।

প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, সেনার কৌশলগত অবস্থান এবং ভবিষ্যৎ পদক্ষেপ, প্রত্যাঘাত নাকি আরও শক্তিশালী প্রতিরক্ষার রণনীতি! তা নিয়েই হবে মূল আলোচনা। গোয়েন্দা রিপোর্ট এবং ময়দানের বাস্তব পরিস্থিতির ভিত্তিতে নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

অভ্যন্তরীণ সূত্রে আরও জানা গিয়েছে, চলমান সেনা অভিযান আরও বিস্তৃত হতে পারে। উপত্যকায় বাড়ানো হয়েছে সেনা মোতায়েন, পাশাপাশি নজরদারি চালানো হচ্ছে ড্রোন ও উপগ্রহ প্রযুক্তির সাহায্যে।

রবিবার ভারতীয় সেনাবাহিনী জানায়, ২৬ ও ২৭ তারিখের মধ্যরাতে পাকিস্তানের সেনা বাহিনী কোনো রকম উসকানি ছাড়াই তুতমারি গালি ও রামপুর সেক্টরের বিপরীত এলাকায় অবস্থিত ভারতীয় পোস্টগুলোর দিকে ছোট অস্ত্র থেকে গুলিবর্ষণ করে। এর পাল্টা হিসেবে, ভারতীয় সেনার পক্ষ থেকেও সমানভাবে ছোট অস্ত্র দিয়ে উপযুক্ত জবাব দেওয়া হয়।